আজ থেকে শুরু হল ভ্যালেন্টাইন উইক অর্থাৎ ভালোবাসার সপ্তাহ। যা রোজ ডে দিয়ে শুরু। নিজের অনুভূতির সঙ্গে মানানসই রঙের গোলাপ দিয়ে একে অপরের প্রতি মনের কথা প্রকাশ করার দিন। তবে কাকে কোন রঙের গোলাপ দিতে হয় জানেন কি ? না জানলে জেনে নিন,
লাল গোলাপ- ভালোবাসার মানুষকে লাল গোলাপ দিন। কারন প্রেম নিবেদনের প্রথম পদক্ষেপই হল নিজের ভালোবাসার মানুষটিকে গোলাপ দেওয়া। রোজ ডে-র সঙ্গে জড়িত অন্য আর একটি প্রচলিত ধারণা হল— গ্রিক দেবতা ইরস তাঁর স্ত্রী, গ্রিক দেবী এথেনাকে অপার ভালোবাসতেন। গোলাপ এথেনার প্রিয়, তাই ইরস তাঁকে ভালোবাসার প্রতীক হিসেবে গোলাপ উপহারে দিতেন। লাল গোলাপ ভালোবাসার প্রতীক।
গোলাপী গোলাপ- কাউকে প্রশংসা করতে হলে একঝাক গোলাপী গোলাপ আজই উপহার দিয়ে ফেলুন প্রসংসার মানুষকে।
হলুদ গোলাপ- বন্ধুত্ব অটুট রাখতে হলুদ গোলাপ দিন। হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক। যে কোন সম্পর্ককে বন্ধুত্বের করতে চাইলে দিতে পারেন হলুদ গোলাপ।
সাদা গোলাপ- নতুন ভালোবাসার সূচনাতেও সাদা গোলাপকে উপহার হিসেবে বেছে নিতে পারেন, সাদা গোলাপ শুদ্ধতা, শান্তি ও ঐক্যের প্রতীক। কাউকে সম্মান জানাতে সাদা গোলাপ এক এবং অদ্বিতীয়।
কমলা গোলাপ- কারও সঙ্গে রোম্যান্সের ইচ্ছা থাকলে অথবা কিছু ভালো সময় কাটাতে চাইলে সেই ব্যক্তিটিকে রোজ ডে-র দিনে কমলা গোলাপ উপহার হিসেবে দিতে পারেন।
পার্পল বা ল্যাভেন্ডার গোলাপ- লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দেখাতেই কাউকে ভালোবেসে ফেললে তাঁকে এই রঙের গোলাপ দিন। এই রঙের গোলাপ সাধারণত রাজপদ ও আড়ম্বরের সঙ্গে জড়িত। রাজা ও রানীকে এই গোলাপ দেওয়া হয়ে থাকে। গাঢ় রঙের পার্পল গোলাপ কোনও শুভ অনুষ্ঠানে উপহার দেওয়া যেতে পারে।