কোহলির পথেই হাঁটলেন গত পাঁচ বছর ধরে ইংল্যান্ড টেস্ট দলের নেতৃত্বে থাকা রুট। অবশেষে হল সেই যুগের অবসান। ইংল্যান্ড ক্রিকেট দলকে সবচেয়ে বেশি সংখ্যক ম্যাচে (৬৪) নেতৃত্ব দিয়েছেন রুট। তার অধিনায়কত্বে ২৭ টি ম্যাচে জয় পেয়েছে তার দেশ যা একটি রেকর্ড। পাশাপাশি ইংল্যান্ড অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচে হারের (২৬) রেকর্ডও ছিল তার দখলে।
কিন্তু হঠাৎই ছন্দপতন হয় দলের। সম্প্রতি ইংল্যান্ড টেস্ট দলের পারফরম্যান্স খুবই খারাপ হচ্ছিল। অ্যাশেজে লজ্জাজনক হারের পর তারা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও সিরিজ হেরেছে। শেষ ১৭ টি ম্যাচে মাত্র ১ টি ম্যাচে জয় পায় রুটের দল। ফলে অধিনায়ক রোডের উপর চাপ তো ছিলই। আর সেই কারণেই হয়তো এই সিদ্ধান্ত নিলেন রুট।
ব্যক্তিগত ভাবে রুট ছিলেন দুরন্ত ফর্মে থাকলেও প্রাক্তন ইংল্যান্ড তারকা ও অধিনায়ক অ্যালেস্টার কুক তার অধিনায়ক হিসেবে যোগ্যতা সম্পর্কে প্রশ্ন তোলেন। ফলে শেষপর্যন্ত ব্যর্থতার দায় নিয়ে নিজেই সরে গেলেন রুট।
প্রাক্তন ইংরেজ অধিনায়ক জানান, “আমি দেশের অধিনায়কত্ব করে গর্বিত। আমার কাছে বিগত পাঁচ বছর ছিল খুবই গর্বের। কিন্তু এটাই সরে দাঁড়ানোর সঠিক সময়।” পাশাপাশি পরবর্তী অধিনায়ককে আগাম শুভেচ্ছাও জানান তিনি। এমনকি পরবর্তী অধিনায়ককে সব সময় সাহায্য করার কথা বলেন প্রাক্তন অধিনায়ক।