হাবড়ার সব মানুষের মাথার ওপর পাকা ছাদ থাকবে। তাও ২০২১ সালে ৩১ ডিসেম্বরের মধ্যে। হাবড়ায় অনুষ্ঠানে এসে এই আশ্বাস দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়ার বিভিন্ন স্তরের নাগরিকদের জন্য সরকারি সুবিধা পাওয়ার নানা প্রকল্পের কথা শোনান তিনি। মন্ত্রীর এই কথায় স্বাভাবিকভাবেই খুশি এলাকার মানুষ। তবে এই প্রকল্পের জন্য নিরন্তর কাজ চলছে বলে খবর।
হাবড়ার দেশবন্ধু পার্ক এলাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে এলাকার বয়স্ক এবং বিধবা মানুষদের মধ্যে বার্ধক্যভাতা ও বিধবা ভাতার চেক তুলে দেওয়া হয়। মন্ত্রী পরিসংখ্যান দিয়ে বলেন, ‘বার্ধক্য এবং বিধবা ভাতা মিলিয়ে ২৩০৫ জনের পাস বই চলে এসেছে। বাকি থাকছে ১৫৯৪ জনের। দু–তিন দিনের মধ্যে চলে আসবে। এই প্রকল্পে উপভোক্তারা প্রতি মাসে ৭৫০ টাকা এবং ১০ টাকা কেজি দরে ৩ কেজি চাল এবং ২ কেজি গম পাবেন।
‘হাউস ফর অল’ প্রকল্পের মাধ্যমে যারা নিজস্ব সরকারি বাড়ি পাবেন, তাঁরা ব্যাঙ্কে ধাপে ধাপে মাত্র ২৫ হাজার টাকা জমা দেবেন। সরকার ৩ লক্ষ ৪৩ হাজার টাকা দেবে। সরকারি বাস্তুকারের সহযোগিতা নিয়ে নিজে তত্ত্বাবধান করে বাড়ি তৈরি করে নেবেন। তিনি বলেন, ‘কয়েক দিনের মধ্যে হাবড়ার কলতান হলে বয়স্ক মানুষদের চোখ পরীক্ষা করার জন্য কলকাতা থেকে ১০ জন চক্ষু বিশেষজ্ঞ আসবেন। তঁারা বিনামূল্যে চোখ পরীক্ষা করবেন। পরে তাঁদের বাড়িতে চশমা পৌঁছে দেওয়া হবে।’
