খেলাধুলা ব্রেকিং নিউজ

নিলামের জন্য সই করা জার্সি দান করে তুরস্কের পাশে রোনাল্ডো

তুরস্কের পাশে দাঁড়ালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর সই করা জার্সি নিলাম করে তা থেকে প্রাপ্ত অর্থ তুরস্কের আর্ত মানুষের ত্রাণকার্যে লাগানো হবে বলে জানা গিয়েছে। একথা জানিয়েছেন তুরস্কেরই এক ফুটবলার। তাঁর নাম মেরিহ ডেমিরাল। টুইটারে ডেমিরাল জানিয়েছেন, “আমার সঙ্গে ক্রিশ্চিয়ানোর কথা হয়েছে। তুরস্কের দুরবস্থার কথা শুনে রোনাল্ডো অত্যন্ত শোকার্ত। আমার কাছে রোনাল্ডোর সই করা একটা জার্সি রয়েছে। সেই জার্সি নিলামে বিক্রি করা হবে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ ভূমিকম্প পীড়িত অঞ্চলের আর্ত মানুষের ত্রাণকার্যে ব্যবহার করা হবে।”

সোমবার ভোররাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক। কম্পনের প্রভাব পড়ে প্রতিবেশী দেশ সিরিয়াতেও। উদ্ধারকাজ শুরু হতেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে মৃতের সংখ্যা । এখনও পর্যন্ত মৃতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। ইতিমধ্যেই ভারতের তরফে বিপুল ত্রাণ সামগ্রী নিয়ে তুরস্কে পৌঁছেছে প্রথম বিমান। বায়ুসেনার বিমানে প্রথম উদ্ধারকারী দলও পা রেখেছে তুরস্কে। মঙ্গলবারই আরও দু’টি দল তুরস্কে রওনা দিয়েছে

উল্লেখ্য, সোমবার ভোর ৪.১৭ নাগাদ তুরস্কের দক্ষিণ পূর্বের ওসমানিয়া প্রদেশের গাজিয়ানটেপ এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৩ কিলোমিটার গভীরে। প্রথম কম্পনটির ১৫ মিনিট পরেই আরও একটি কম্পন অনুভূত হয়, যার মাত্রা রিখটার স্কেলে ৬.৭।

প্রসঙ্গত, ২০০১ সালে ৭.৬ মাত্রায় কেঁপে ওঠে গুজরাটের ভুজ। ভয়াবহ ভুমিকম্পে ২০ হাজার মানুষের মৃত্যু হয়। দেড় লক্ষ মানুষ আহত হন। বিপুল ক্ষয়ক্ষতি হয় গোটা গুজরাট জুড়ে। একই রকম বিপর্যয়ের দিকে এগোচ্ছে তুরস্কও। ইতিমধ্যেই সেখানে মৃতের সংখ্যা ৫ হাজার ছুঁয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমান,মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে যেতে পারে।