২৪ বছর পর ইউরোর নকআউট পর্বে পৌঁছেও স্বপ্নভঙ্গ রোমানিয়াদের। দাপটের সঙ্গেই কোয়ার্টার ফাইনালে গেল নেদারল্যান্ডস।
গ্রুপের তৃতীয় দল হিসেবে শেষ ষোলোতে ওঠে নেদারল্যান্ডস। তবে সেখান থেকে শেষ আটে পা রাখল তারা। রোমানিয়াকে ৩-০ গোলে হারিয়ে ইউরোতে ১৬ বছর পর তারা কোয়ার্টার ফাইনাল খেলতে যাচ্ছে। সর্বশেষ খেলেছিল ২০০৮ সালে।
এদিন ডাচদের বিপক্ষে হৃদয় ভেঙেছে আসলে রোমানিয়ানদের। ২৪ বছর পর তারা ইউরোর নকআউট পর্বে ওঠে। কিন্তু দারুণ যাত্রাটা থেমে গেল প্রথম ম্যাচেই।
খেলার ২০ মিনিটে কোডি গ্যাকপো তাদের প্রথম ঝাঁকুনিটা দেন। যদিও এই লিড ধরে রাখা বা বাড়ানোর জন্য ডাচদের ঘাম ঝরাতে হয়েছে যথেষ্টই। বদলী নামা ডোনিয়েল মালেন ৮৩ মিনিটে ব্যবধান বাড়ান। সেই তিনিই যোগ করা সময়ের তৃতীয় মিনিটে করেছেন তৃতীয় গোলটি। শেষ আটে তুরস্কের মুখোমুখি হবে ডাচরা।