রাষ্ট্রপুঞ্জের ভুয়ো শরণার্থী কার্ড নিয়ে ভারতে ঢুকে পড়েছিল রোহিঙ্গাদের একটি দল। অসমের গুয়াহাটি স্টেশনে ধরা পড়ল ৯ রোহিঙ্গা। ধৃতদের মধ্যে রয়েছে তিনজন মহিলা ও এক শিশু। তার আগে শুক্রবার ১৫ জন রোহিঙ্গাকে গ্রেফতার করে অসম পুলিশ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এতজন হঠাৎ করে এদেশে প্রবেশ ভাবিয়ে তুলেছে পুলিশকে।
রেল পুলিশ সূত্রে খবর, আগরতলা–দেওঘর এক্সপ্রেসে তল্লাশি চালাতে গিয়ে ধরা পড়ে রোহিঙ্গারা। তাদের গ্রেফতার করা হয়েছে। সঙ্গে ছিল আমান উল্লাহ নামে জম্মুর নারওয়ালের এক ভারতীয় নাগরিক। এই দলে ৬ মহিলা ও এক শিশু রয়েছে।
অসমের করিমপুর জেলার বদরপুর স্টেশন থেকে গ্রেফতার করা হয় ১৫ জন রোহিঙ্গাকে। তারা শিলচর–আগরতলা ট্রেনে ওঠার চেষ্টা করছিল। কোনও বৈধ কাগজপত্র ছিল না। উত্তরপ্রদেশের আলিগড় থেকে ফিরছিল। সেখানে কাজের সন্ধানে গিয়েছিল। কাজ না পেয়ে বাংলাদেশ ফিরে যাচ্ছিল তারা। করোনা পরিস্থিতিতে এই যাতায়াত ভাবিয়ে তুলেছে।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, রোহিঙ্গা–সহ যারা ভারতে বেআইনিভাবে ঢুকছে তারা জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, বৈধ নথি ছাড়া যারা দেশে ঢুকছে বা থাকছে, তারা অনুপ্রবেশকারী। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্রপুঞ্জের শরণার্থী পুনর্বাসন সভার সদস্য হয়নি ভারত।