একুশের নির্বাচনের ভরাডুবির প্রেক্ষিতে দলে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছিলেন। নিজের বক্তব্য জানিয়েছিলেন এআইসিসি নেতৃত্বকে। এবার অধীররঞ্জন চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে শেষপর্যন্ত প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেন সোমেন–পুত্র রোহন মিত্র। চিঠিতে লিখলেন, ‘আপনার ইগো দলের এই বিপর্যয় ডেকে এনেছে।’
প্রদেশ কংগ্রেসে সভাপতি থাকাকালীন প্রয়াত হন সোমেন মিত্র। তবে সোমেন–পুত্র রোহনের সঙ্গে দলের রাজ্য নেতৃত্বের সম্পর্ক ভাল ছিল না। সম্প্রতি অভিযোগ করেছিলেন, বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরেও প্রদেশ কংগ্রেস নেতৃত্ব গোষ্ঠীদ্বন্দ্বের বৃত্তের থেকে বেরোতে পারছে না। টুইটে লিখেছিলেন, ‘প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে আমার কোনও সমস্যা নেই। যদিও সেপ্টেম্বর মাস থেকে তিনি আমার সঙ্গে কোনওরকম কথাবার্তা বলেননি। তা সত্ত্বেও আমি তাঁর সভাপতির আসনকে আমি সম্মান করি।’
নিজের ইস্তফাপত্রে সোমেন-পুত্র লিখেছেন, ‘আপনিও ফুরফুরা শরীফে গিয়ে আব্বাসের সঙ্গে দেখা করেছিলেন। ব্রিগেডে অপমানের পরেও জোট বজায় রেখেছিলেন। এখন অস্বীকার করছেন। আপনার ইগো দলের এই বিপর্যয় ডেকে এনেছে।’ এদিন রোহন মিত্র জানান, ‘আমি সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বাধীন কমিটি থেকে ইস্তফা দিয়েছি। কিন্তু দল ছাড়িনি। একজন কংগ্রেস কর্মী হিসেবে দলের কাজ করে যাব। ভোটে হেরে যাওয়ার পর অধীরবাবু যে বৈঠক ডেকেছিলেন, তাতে আমি যাইনি। আগামী দিনেও যে তাঁর ডাকা কোনও বৈঠকে যাব না, তা চিঠিতে জানিয়ে দিয়েছি।’