ফের হামলা কাবুল বিমানবন্দরে। জানা গিয়েছে, কাবুল বিমানবন্দরের বাইরেই ফের বিস্ফোরণ হয়েছে। তবে এবার আত্মঘাতী বোমা নয়, বরং রকেট দিয়ে হামলা চালানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কমপক্ষে দু’জনের মৃত্যু হয়েছে। কাবুলের কাছে বাঘরা জেলার গুলাই অঞ্চলে এই বিস্ফোরণ হয়েছে। জনবসতিপূর্ণ এলাকায় একটি বাড়িতে রকেট হামলা চালানো হয়েছে।
শনিবারই কাবুলে হামলার আশঙ্কা প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে তিনি বলেছিলেন, কাবুলে পরিস্থিতি এখনও খুবই ভয়ঙ্কর। জঙ্গি হামলার প্রবল আশঙ্কা রয়েছে। আমাদের কমান্ডাররা জানিয়েছেন, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ফের হামলা হতে পারে। সেই আশঙ্কাই সত্যি হল।
প্রাথমিক তদন্তে অনুমান, কাবুল বিমানবন্দরকে লক্ষ্য করেই রকেট হামলা চালানো হয়েছিল। কিন্তু রকেটটি খুব বেশি শক্তিশালী না হওয়ায় তা বিমানবন্দর থেকে এক কিলোমিটার দূরেই কাজেহ বাঘরা অঞ্চলে রকেটটি গিয়ে পড়ে। চলতি সপ্তাহের বৃহস্পতিবারই কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের অ্যাবেই গেটের কাছে বিকেল পাঁচটা নাগাদ বিস্ফোরণ হয়। প্রথম বিস্ফোরণের কয়েক মিনিট বাদেই দ্বিতীয় বিস্ফোরণটি হয় বিমানবন্দরের কাছে অবস্থিত ব্যারন হোটেলের সামনে।
মার্কিন সেন্ট্রাল কম্যান্ডের ক্যাপ্টেন বিল আরবান বলেন, ‘আফগানিস্তানের নানগরহর প্রদেশে ড্রোনের মাধ্যমে এয়ার স্ট্রাইক চালানো হয়েছে। যাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল, তাদের খতম করা গিয়েছে। তবে কোনও সাধারণ মানুষের প্রাণহানি হয়নি।’ ৩১ অগস্টের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন নাগরিকদের সরানোর কাজ শেষ করতে হবে। বাইডেন ডেডলাইন বাড়ানোর কথা বললেও পরে জানিয়েছেন ওই সময়ের মধ্যে শেষ করতে হবে উদ্ধারকাজ।