ব্রেকিং নিউজ রাজ্য

ডাকাতির কিনারা করল অন্ডাল পুলিশ

অন্ডালে পেট্রোল পাম্পে ডাকাতি কাণ্ডে কলকাতা থেকে ধরা পড়ল আরও ৫ দুষ্কৃতী। ২ সেপ্টেম্বর  ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে দুবচূরুড়িয়া মোড়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে একটি পেট্রোল পাম্পে। গভীর রাতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে পাম্প কর্মীদের মারধর করে ডাকাতদল লক্ষাধিক টাকা লুঠ করে চম্পট দেয়।  ঘটনাটি ঘিরে এলাকায় ছড়ায় আতঙ্ক এলাকায়়।

পরে পাম্পে থাকা সিসিটিভি ক্যামেরায় ডাকাতির ঘটনাটি ক্যামেরাবন্দি হয়। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে অন্ডাল থানার পুলিশ। ঘটনার সাত দিনের মাথায় তদন্তে গাড়ির গায়ে লাগানো একটি স্টিকারই তুরুপের তাস হয়ে ওঠে পুলিশের কাছে।

অন্ডাল থানার পুলিশ কলকাতার উল্টোডাঙা থেকে ওই গাড়ির চালক মহম্মদ সাহানাজ ও অপর এক দুষ্কৃতি আরশাদ আলিকে পাকড়াও করে ধরে ফেলে। আরও ৫জন দুষ্কৃতীকে মঙ্গলবার গ্রেফতার করে দক্ষিণ ২৪পরগনার বিভিন্ন জায়গা থেকে অন্ডাল থানার পুলিশ। ধৃতদের নাম আজানুর শেখ, নিজামুদ্দিন শেখ, নূরুজুদ্দিন শেখ, আসগর আলী হালদার ও ভুবন নিয়োগী। এই চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তদন্ত চালাচ্ছে পুলিশ।