ফিল্মি কায়দায় এক রেশন ডিলারের বাড়িতে, বোম, অ্যাসিড ও আগ্নেয়াস্ত্রে ভয় দেখিয়ে লুটপাট চালিয়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ডাকাতের সঙ্গে ধস্তাধস্তিতে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় এক পুলিশ আধিকারিক।
জানা যায়, ডাকাতির উদ্দেশ্যে ভাঙচুর করা হয় ঘরে থাকা একাধিক, আলমারি, খাট সহ একাধিক আসবাবপত্র। যদিও এই ঘটনায় রাতেই ভাঙচুর ও বাড়ির লোকের চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসে বেশ কিছু স্থানীয় যুবক। ডাকাতি শেষে গাড়ি করে পালানোর সময় স্থানীয় যুবক দের তৎপরতায়, অ্যাসিড, অস্ত্রশস্ত্র, ও তাজা বোমা–সহ, আটক করা হয় দুই ডাকাতকে।
রবিবার গভীর রাতে তুফানগঞ্জ মহকুমার শালবাড়ি বাজার এলাকায়। নিরেন কুঙার নামে এক রেশন ডিলারের বাড়িতে ঘটনাটি ঘটে। যদিও দুঃসাহসিক ডাকাতির ঘটনায ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সঙ্গে নিয়ে করা হচ্ছে ডাকাতির ঘটনার পুনঃ নির্মাণও।
রেশন ডিলার নিরেন কুঙার বলেন, ‘গতকাল গভীর রাতে তার বাড়িতে গাড়ি করে ডাকাতি করতে আসে একদল দুষ্কৃতী। বোম, অ্যাসিড ও অস্ত্রশস্ত্র ভয় দেখিয়ে লুটপাট করা হয় কয়েক ভরী সোনার গহনা সহ কয়েক লক্ষ টাকা। ডাকাতি করতে এসে মারধর করা হয় তার স্ত্রী ও পুত্রকে।’ গোটা ঘটনায় বাক্শিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানান ওই বাড়ির মালিক।
যদিও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দুজন ডাকাত কে আটক করা হলেও,পালিয়ে যেতে সক্ষম হয় বাকি ডাকাতরা। ডাকাতির অভিযোগে আটক করা দুই ডাকাতের বাড়ি, কোচবিহার ও দিনহাটা এলাকায় বলে প্রাথমিকভাবে জানাযায়। তাদের বাকি দুষ্কৃতীদের খোঁজে জিজ্ঞাসাবাদ চলছে।