জেলা

ফিল্মি কায়দায় ডাকাতি আসানসোলে

একেবারে ফিল্মি কায়দায় দুঃসাহসিক ডাকাতি! গোল্ড লোন প্রদানকারী সংস্থার অফিস থেকে ১২ কেজি সোনা ও নগদ ১০ লক্ষ টাকা লুট করল দুষ্কৃতীরা। মারধরের পর হাত-পা বেঁধে রাখা হল নিরাপত্তারক্ষী, আধিকারিক ও কর্মীদের। আসানসোলে এই ঘটনার তদন্তে নেমেছে সিআইডি।

আসানসোল দক্ষিণ থানা থেকে দূরত্ব খুব বেশি নয়। আসানসোলে জিটি রোডের উপর ভাঙা পাঁচিল এলাকায় অফিস ওই গোল্ড লোন প্রদানকারী সংস্থার। সেখানে কাজ করছিলেন ৪ কর্মী। ছিলেন ১ গ্রাহকও। নিরাপত্তারক্ষী অনিল কুমার পাণ্ডে জানান, সোনার গয়না বিনিময়ে লোন নেওয়ার নাম করে এক যুবক ভিতরে ঢোকে। গেটে তালা লাগাতে যাচ্ছিলাম। আমার মাথায় বন্দুকের বাঁট দিয়ে মারে। ধাক্কা মেরে ভিতরে ঢুকে পড়ে আরও তিন জন। বন্দুক দেখিয়ে ম্যানেজার-সহ বাকিদের হাত বেঁধে একটি ঘরে আটকে রাখা হয়। অপারেশন শেষ করতে সময় লাগে মিনিট কুড়ি। একটি বস্তা ১২ কেজি সোনা ও নগদ ১০ লক্ষ টাকা ভরে চম্পট দেয় ডাকাতরা।

হিন্দিতে কথা বলছিল তারা। ঘটনার আকস্মিকায় হতবাক হয়ে যান সকলে। কোনওমতে খবর দেওয়া হয় আসানসোল দক্ষিণ থানায়। ঘটনাস্থলে পৌঁছন আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসিপি (সেন্ট্রাল) কুলদীপ এস এস, এসিপি (সেন্ট্রাল) মানবেন্দ্র দাস-সহ পুলিশের পদস্থ আধিকারিকরা। খতিয়ে দেখা হয় সিসিটিভ ফুটেজ। আসানসোল শহরের সীমানা সিল করে দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু হয়। এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি। ঘটনার তদন্তভার নিয়েছে সিআইডি।