ফেইসবুকের বিজ্ঞাপনী বিভাগের শুদ্ধতা প্রধান রব লেদার্ন প্রতিষ্ঠান ছেড়েছেন। রাজনৈতিক এবং করোনাভাইরাসের ভুয়া তথ্য ছড়ানোর মতো সংবেদনশীল বিষয়গুলোর বিজ্ঞাপন তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন তিনি। ফেইসবুকের অভ্যন্তরীণ পোস্টে বলা হয়েছে চলতি সপ্তাহেই লেদার্ন প্রতিষ্ঠান ছেড়েছেন। অভ্যন্তরীণ ওই পোস্টে নজরে এসেছে বার্তা সংস্থা রয়টার্সের। ডিসেম্বরের শুরুতেই পণ্য ব্যবস্থাপনা পরিচালক লেদার্ন জানিয়েছিলেন ৩০ ডিসেম্বর তিনি প্রতিষ্ঠান ছাড়বেন।
বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি সামাজিক মাধ্যম জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।পোস্টে লেদার্ন বলেছেন, “বিজ্ঞাপন এবং সামাজিক মাধ্যমের বাইরেও গ্রাহকের গোপনীয়তা নিয়ে কাজ করতে” তিনি ফেইসবুক ছাড়ছেন। প্রতিষ্ঠান ছেড়ে তিনি কোথায় যোগ দেবেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি লেদার্ন।
নভেম্বরে এক টুইট বার্তায় লেদার্ন বলেছেন, “রাষ্ট্র বা বিজ্ঞাপনদাতার দেওয়া রাজনৈতিক বিজ্ঞাপন সক্রিয় করার মতো কারিগরি ক্ষমতা নেই ফেইসবুকের।”
বরাবরই ফেইসবুকের বিতর্কিত রাজনৈতিক বিজ্ঞাপনী নীতিমালার ক্ষেত্রে পরিচিত মুখ ছিলেন লেদার্ন। ৩ নভেম্বরের মার্কিন নির্বাচনের আগে বিভ্রান্তিকর দাবি এবং ষড়যন্ত্রতত্ত্ব প্ল্যাটফর্মে বিস্তৃতভাবে ছড়িয়ে পড়ায় সামাজিক মাধ্যমটি যথেষ্ট সমালোচনার শিকার হয়েছে।