সুন্দরবনের পানীয় জলের দাবিতে পথ অবরোধ করল স্থানীয় বাসিন্দারা। এদিন, গাছের গুড়ি ফেলে খালি কলসি নিয়ে অবরোধ করেন গ্রামবাসীরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের সমস্যা চলছে। গরম পরলে ঠিকমতো পানীয় জল পাওয়া যায় না। ৫ কিলোমিটার পায়ে হেঁটে আবার কখনও পয়সা দিয়ে জল কিনে খেতে হয়। দীর্ঘদিনের সমস্যার জেরে পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে কয়েক হাজার গ্রামবাসী। পরিশ্রূত পানীয় জলের দাবিতে আজ সকাল থেকে মামুদপুর, কাটাখালি, হিঙ্গলগঞ্জ সহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ রাস্তায় গাছের গুঁড়ি ও খালি কলসি নিয়ে রাস্তা অবরোধ করে।
হাসনাবাদ থেকে লেবুখালি রোড সম্পূর্ণ অবরুদ্ধ করে রাখেন স্থানীয় মহিলারা। ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করে । ঘটনাটি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লক এর হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কেওড়া খালি এলাকার। অবরোধের ফলে যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছে গোটা সুন্দরবন জুড়ে।
গরম পড়লেই সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সমস্যা। দীর্ঘদিনের এই সমস্যার কথা বার বার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়ে আমরা অবরোধে নেমেছি। হিঙ্গলগঞ্জ এর বিধায়ক দেবেশ মন্ডল বলেন, “ইতিমধ্যে আমরা বিনা পয়সায় বেশ কয়েকটি পঞ্চায়েতে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। এখনো কিছু এলাকায় সমস্যা রয়েছে। মাটির ভূগর্ভে জলের সমস্যা রয়েছে, সেখানে মাটির লেয়ার পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে যাদবপুর ইউনিভার্সিটি থেকে একটা বিশেষজ্ঞ প্রতিনিধিদল সার্ভে করে গেছে। দ্রুত যাতে পানীয় জলের সমস্যা মেটানো যায় আমরা সেই চেষ্টা করছি।”