জেলা ব্রেকিং নিউজ

পাকা সেতুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

পাকা সেতুর দাবিতে গোপালনগরের নহাটা লক্ষীপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।

বনগাঁ ব্লক চৌবাড়িয়া ২ নং গ্রাম পঞ্চায়েতের জনবহুল গ্রামীণ রাস্তা পার্বতী খালের উপর মামুদপুর এলাকায় প্রায় ৩০ মিটার দীর্ঘ কাঠের ব্রিজ মাঝে মাঝেই খারাপ হয়ে যায়। এই মুহূর্তে সেটির অবস্থা এক্কেবারে বেহাল৷ ফলত দুর্ঘটনা ঘটছে প্রায়শই৷

অভিযোগ, প্রশাসনকে বারংবার বলা সত্ত্বেও বিদ্যাধরি প্রজেক্ট -এর আওতায় থাকা কাঠের ব্রিজ দীর্ঘদিন অবহেলিত। আর তাই নতুন ব্রিজের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল গ্রামের মানুষ।

স্থানীয়রা জানান, এই সেতুর উপর দিয়ে কনকপুর, সাতাশি, গড়ালি, রুস্তমনগর সহ প্রায় গোটা দশেক গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করেন৷ বাজার-ঘাট, হাসপাতাল, স্কুল-কলেজ সব প্রয়োজনে পার্বতী খালের ওপরের এই দুর্বল সেতু দিয়ে প্রাণ হাতে নিয়ে আবালবৃদ্ধবনিতাকে যাতায়াত করতে হয়৷ কিন্তু দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে কোন ফল না মেলায় অগত্যা নহাটা লক্ষ্মীপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন তারা৷