বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বেঞ্চ, বাঁশ বেঁধে রাস্তা আটকে টাকি রোডের তিন জায়গায় অবরোধ করলেন স্থানীয়রা।
বসিরহাট মহকুমার বসিরহাট ত্রিমোহনী থেকে হাসনাবাদ পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার রাস্তার বেহাল, ভগ্নদশা নিয়ে দিন কয়েক আগেও দফায় দফায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। আজ ফের টাকি রোডের দন্ডির হাট, আমতলা, পশ্চিম দন্ডির হাট, এই তিনটি জায়গাতে সকাল থেকে অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা।
প্রসঙ্গত রাজ্য সড়ক – ২ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। যা সুন্দরবন – কলকাতার যোগাযোগের একমাত্র মাধ্যম। অভিযোগ, সেই রাস্তা দীর্ঘদিন ধরে ভগ্নদশায় পরিণত হয়ে রয়েছে। একাধিকবার দুর্ঘটনার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এছাড়াও ভারত – বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে প্রচুর পণ্যবাহী ট্রাকে আমদানি রপ্তানি এই রাস্তার উপর নির্ভরশীল। একদিকে সুন্দরবনের প্রান্তিক মানুষ, অন্যদিকে সাধারণ নিত্যযাত্রী ও ছাত্র-ছাত্রীরা এই রাস্তার উপর দিয়ে এসে বসিরহাট মূল শহরের প্রাণকেন্দ্রে, আদালত, বসিরহাট জেলা হাসপাতাল, জেলখানা, পোস্ট অফিস, মহাকুমা শাসকের দপ্তর, পুলিশ সুপারের দপ্তর অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশাসনিক দপ্তরে আসতে হয় এই সড়কেরই মাধ্যমে। ফলত দন্ডিরহাট বসিরহাট, হাসনাবাদ ও সুন্দরবনবাসীর কাছে এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গত চারদিন আগেও এই রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ করা হয়। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় আজ আবারও রাস্তা অবরোধের পথে হাঁটলেন স্থানীয়রা। এদিনের অবরোধের ফলে পরিবহন ব্যবস্থা পুরোপুরি স্তব্ধ হয়ে পড়ে। প্রায় দু’ঘণ্টা ধরে আন্দোলন চলার পর ঘটনাস্থলে আসে বসিরহাট থানার পুলিশ বাহিনী। প্রাথমিকভাবে অবরোধকারীদের সাথে পুলিশ কথা বলে অবরোধ তুলে নিতে অনুরোধ করেন কিন্তু তাতে কাজ না হওয়ায়, শেষমেশ লিখিত আশ্বাস দিলে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা।