কুড়মী সমাজের দীর্ঘদিনের দাবি ছিল করম পরবে পূর্ণ ছুটি ঘোষণা করার, কিন্তু করম পরবে পূর্ণ ছুটির বদলে সেকশনাল ছুটি অর্থাৎ আংশিক ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এই অভিযোগ তুলে শুক্রবার পুরুলিয়া মানবাজার ১ ব্লকের কুড়মী সমাজের ধাদিকা গ্রাম কমিটির পক্ষ থেকে মানবাজার থেকে পায়রাচালি হয়ে বাঁকুড়া যাবার গুরুত্বপূর্ণ রাস্তায় পায়রাচালি সেতুর কাছে অবরোধ করে বিক্ষোভ দেখালো তারা।
বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতি বছর কুড়মি সমাজের পক্ষ থেকে রাজ্য সরকারকে জানানো হয় করম পড়বে জেনারেল ছুটি ঘোষণা করার জন্য, কিন্তু প্রতিবছর করম পরবে জেনারেল ছুটির জায়গায় সেকশনাল ছুটি ঘোষণা করে রাজ্য সরকার। তারা বলেন এবছর ভেবেছিলাম পূর্ণ ছুটি ঘোষণা করবে রাজ্য সরকার কিন্তু তা না করায় করম পরবের দিনেই ধামসা মাদল নিয়ে রাস্তায় বসে অবরোধ করে বিক্ষোভ দেখান তারা।
বিক্ষোভকারীদের মধ্যে ধাদিকা গ্রামের ভুবন মাহাতো বলেন, “কুড়মি সমাজে করম পরব একটি গুরুত্বপূর্ণ পরব তা সত্ত্বেও রাজ্য সরকার করম পরবে পুর্ণ ছুটি ঘোষণা করে নি। আমরা চাই অন্যান্য পরবের মত করম পরবেও পূর্ণছুটি ঘোষণা করুক রাজ্য সরকার”
সমীর মাহাতো বলেন, “কুড়মি সমাজের সংস্কৃতির একটা মূল অংশ করম পূজা, রাজ্য সরকারকে আমাদের কুড়মি সমাজের পক্ষ থেকে জানানো হয়েছিল করম পরবে পূর্ণ ছুটি ঘোষণা করা হোক। কিন্তু তা না দিয়ে করম পরবে আমাদের আংশিক ছুটি দেওয়া হয়েছে, সেই প্রতিবাদে কুড়মি সমাজের এই ডহরে করম অর্থাত রাস্তায় উপরে করম পূজা।”
কুড়মি সমাজের পক্ষ থেকে জানা যায় রাজ্য সরকার করম পরবে পুর্ণ ছুটি ঘোষণা না করলে প্রতিবছর করম পরবের দিনে বিক্ষোভ কর্মসূচী হবে।
এদিন এই পথ অবরোধের ফলে রাস্তার দু’পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে অবরোধ ওঠে।
বিশেষ সংবাদদাতাঃ সোমনাথ রায়, পুরুলিয়া