বিনোদন ব্রেকিং নিউজ

রিয়াকে জেরা শুরু করল সিবিআই

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় অন্যতম অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। শুক্রবারই রিয়াকে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছিল। সকাল ১০টা ৪০ মিনিটে ডিআরডিও’‌র অতিথিশালায় পৌঁছন রিয়া। রিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই সিবিআইয়ের পক্ষ থেকে ২৪ দফা প্রশ্ন সাজিয়ে রাখা হয়েছে বলে খবর। যা নিয়ে ইতিমধ্যেই সরগরম গোটা দেশ।
জানা গিয়েছে, রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। বৃহস্পতিবার মাঝরাত পর্যন্ত প্রায় ১৪ ঘণ্টা ধরে চলে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। এরপর শুক্রবার রিয়া চক্রবর্তীর বক্তব্য শুনবে সিবিআই। রিয়া ও তাঁর আইনজীবী মেডিক্যাল ফাইল, চ্যাটের ফাইল ও অ্যাকাউন্ট ডিটেইল–সহ সবিস্তার নথি জোগাড় করে রীতিমতো তৈরি হয়ে সিবিআইয়ের দপ্তরে হাজির বলে খবর।
সম্প্রতি একটি সর্বভারতীয় সংবামাধ্যমে নানা দাবি করেছেন রিয়া চক্রবর্তী। প্রথম দাবি, সুশান্ত ২০১৩ সাল থেকে মনোবিদের ওষুধ খান। দ্বিতীয় দাবি, মাকে ছেড়ে থাকতে পারছিলেন না সুশান্ত। তৃতীয় দাবি, তাই শেষ পর্যন্ত আত্মহত্যা করেছেন। সন্দীপ সিং আবার কে?‌ প্রশ্ন তুলেছেন রিয়া। মহেশ ভাটকে নিয়ে মুখ খুলতে নারাজ রিয়া। বরং তাঁর গার্লফ্রেন্ডের পরিচয় অস্বীকার করেছেন রিয়া। এই বিষয়গুলিও সিবিআইয়ের প্রশ্নে আছে বলে সূত্রের খবর। এখন দেখার শেষ পর্যন্ত কি বেরিয়ে আসে।
উল্লেখ্য, সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া থেকে শুরু করে তাঁর আর্থিক সম্পত্তির তছরুপ করার অভিযোগ তোলা হয়েছে রিয়ার বিরুদ্ধে। এমনকী তাঁকে মাদকের নেশা ধরানোরও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। প্রয়াত অভিনেতার বাবা কে কে সিং বলেন, ‘‌রিয়া আমার ছেলেকে বিষ খাইয়ে খুন করেছে। ওকে গ্রেপ্তার করা হোক।’‌ বিষয়টির তদন্তে আসরে নেমেছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। রিয়া মাদক সেবন করতেন কি না তা জানতে দ্রুত রক্তের নমুনা সংগ্রহ করবেন তাঁরা। তবে বাঙালি অভিনেত্রীর বিরুদ্ধে মামলাও রুজু করেছে এনসিবি।