রেশন দুর্নীতি মামলার তদন্তে টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করল ইডি। আগামী ৫ই জুন টলিউড অভিনেত্রীকে ডেকে পাঠানো হয়েছে সিজিও কমপ্লেক্সে। জানা গিয়েছে, রেশন দুর্নীতির টাকা অভিনেত্রীর সংস্থায় গিয়েছে। সেই কারণে ইডির তলব ঋতুপর্ণাকে।
উল্লেখ্য, এর আগেও ২০১৯ সালে রোজভ্যালি সংক্রান্ত একটি মামলায় ইডি তলব করেছিল অভিনেত্রীকে। এই চিটফান্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান হয়। তদন্তকারী সংস্থার দাবি, রোজভ্যালির একাধিক অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী। প্রশ্ন উঠেছিল সেই সময় তাঁর কিছু বিদেশ ভ্রমণের অর্থের উৎস নিয়ে। সেই মামলার পাঁচ বছর পর এবার রেশন দুর্নীতি মামলায় ডেকে পাঠানো হয়েছে তাঁকে।