ব্রেকিং নিউজ রাজ্য

ঋতুপর্ণা একা নন, রেশন দুর্নীতিতে ইডির হাতে আরও ৫০ জনের নাম!

রেশন বণ্টন দুর্নীতির টাকা ঋতুপর্ণা ছাড়াও আরও প্রায় ৫০ জনের কাছে গিয়েছে, এবার এমনটাই অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর। ইতিমধ্যেই অভিযুক্তদের নামের তালিকাও তৈরি করেছে ইডি। তাঁদের একটি বড় অংশকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেই জানা গিয়েছে।

ইডির দাবি, রেশন দুর্নীতি মামলায় অভিযুক্তদের সঙ্গে আরও ৫০ জনের লেনদেনের তথ্য প্রকাশ্যে এসেছে। তাঁদের কাছ থেকে ওই ব্যক্তিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিভিন্ন পরিমাণ টাকা জমা পড়েছে। কী কারণে তাঁদের অভিযুক্তরা টাকা দিয়েছিলেন, সেই তথ্যই এখন ইডি জানতে চায়।

প্রসঙ্গত, রেশন দুর্নীতির তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। গ্রেফতার হয়েছেন বনগাঁ পুরসভার প্রাক্তন তৃণমূল পুরপ্রধান শংকর আঢ্য ও সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান।