নিজের কথা-সুরে হিন্দি গানে অভিষেক হল টালিগঞ্জের ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ চলচ্চিত্রের নায়িকা ঋতাভরী চক্রবর্তীর। বৃষ্টির আমেজে তার গাওয়া ‘শাওন’ শিরোনামে প্রেমের গানটি শুক্রবার প্রকাশ করা হয়েছে বলে এক ইনস্টাগ্রাম বার্তায় জানান ঋতাভরী।
গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন বলিউডের শিল্পী সানন্দ কিরকিরে। সংগীতায়োজন করেছেন সম্বিত চট্টোপাধ্যায়। মিউজিক ভিডিওতে ঋতাভরীর সঙ্গে জুটি বেঁধেছেন বলিউডের ‘থাপ্পড়’ অভিনেতা পাভেল গুলাটি। বৃষ্টি ধোয়া দিনে গানের ছন্দে দুজনের সম্পর্কের রসায়ন উঠে এসেছে ভিডিওতে।
ইনস্টাগ্রাম বার্তায় ঋতাভরী বলেন, “এটি আমার প্রথম হিন্দি গান। গানের সঙ্গে আমাকে যুক্ত করার জন্য সানন্দের প্রতি কৃতজ্ঞতা রইল।”
টালিগঞ্জের এ নায়িকা এর আগে ২০২০ সালের ডিসেম্বরে নিজের গাওয়া ‘রূপ সাগরে’ গানের মিউজিক ভিডিও নিয়ে হাজির হয়েছিলেন দর্শকদের সামনে। ২০১৭ সালের বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘ওরে মন’ মিউজিক ভিডিওতে অভিনয় করে আলোচিত হয়েছিলেন। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের ছবি ‘পরী’-তে অভিনয় করেছেন ঋতাভরী। ২০২০ সালের মার্চে মুক্তিপ্রাপ্ত ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন।