টলিপাড়া জুড়ে জল্পনা চলছে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর বিয়ে নিয়ে। দিদি চিত্রাঙ্গদা চক্রবর্তীর বিয়ের পরই সংবাদমাধ্যমের কাছে বিয়ের কথা ফাঁস করেন অভিনেত্রী নিজেই।কয়েকদিন আগেই প্রেমিক ডাক্তার তথাগত চট্টোপাধ্যায়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি। জানা গিয়েছে,চলতি বছরের শেষে ভালোবাসার মানুষের সঙ্গে এনগেজমেন্ট সারবেন ঋতাভরী চক্রবর্তী। অর্থাৎ খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী।
তবে কলকাতা নয়, ডেস্টিনেশন ওয়েডিং করবেন তিনি। এই কথা অভিনেত্রী নিজেই জানিয়েছেন। অনেকদিন ধরেই ডাক্তার তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেম করছেন ঋতাভরী। তথাগত পেশায় একজন মনোবিদ। ঋতাভরীর সঙ্গে প্রথম আলাপ এক ক্লিনিকের উদ্বোধনে। ধীরে ধীরে শুরু হয় তাদের বন্ধুত্ব, তারপরেই তা ঘনিষ্ঠ হয়ে ওঠে। প্রথমে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন তথাগতই। ঋতাভরীর কথায়, মাত্র কয়েকমাসের মধ্যেই তাঁর জীবনের বিশেষ মানুষ হয়ে উঠতে পেরেছেন তথাগত। তথাগত-র কাছেই তিনি সব শান্তি খুঁজে পান।
প্রসঙ্গত, গতবছর অস্ত্রপ্রচারের পর মানসিক ভাবে ভেঙ্গে পরেছিলেন ঋতাভরী। তখন তার কঠিন সময়ে সর্বদা তথাগত পাশে থেকেছেন। অসুস্থ হওয়ার পর ওজন অনেক বেড়ে গিয়েছিল তাঁর। যার কারণে একসময় তার ওজন নিয়ে নানান চর্চাও শুরু হয়, নানান কটাক্ষের শিকারও হন তিনি। সেই সময় অভিনেত্রী পাশে পেয়েছেন পরিবারকে এবং অবশ্যই তথাগতকে। সেই শুভ সময়ের অপেক্ষায় ঋতাভরীর ভক্তরা