সামনেই বড়দিন। তার আগেই মঙ্গলবার থেকে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। বুধবার থেকে আরও বাড়তে পারে পারদ। শুক্রবার পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়ার আমেজ থাকলেও তাপমাত্রার হেরফের হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে বলেই খবর। তবে, হেমন্তের হিমেল হাওয়ায় ভোর হতেই শিরশিরানি শুরু হয়েছে। সন্ধ্যা নামার পরেই হু হু করে নামছে তাপমাত্রার পারদ। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে।
এদিকে, উত্তর ভারতে আগামী সাতদিনের মধ্যে সক্রিয় থাকবে পশ্চিমী ঝঞ্ঝা। আগামী ২২ ডিসেম্বর এই সিস্টেম আরও শক্তিশালী হবে। এর জেরে ২৩ এবং ২৪ ডিসেম্বর দেশের একাধিক রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
হাওয়া অফিস সূত্রে খবর, বড়দিনে হাঁড় কাঁপানো শীতের দেখা মিলবে না। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা প্রায় একইরকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। পশ্চিমের জেলাগুলোতে রীতিমতো মতো হাঁকিয়ে ব্যাটিং করছে শীত। চলতি সপ্তাহের হাওয়া বদল হবে। উত্তুরে হাওয়ার দেখাও মিলেছে। ডিসেম্বরের শুরু থেকেই চুটিয়ে শীত উপভোগ করছে বঙ্গবাসী।