একের পর এক নক্ষত্রপতন বলিউডে। ইরফান খানের পরদিনই ইহলোক ত্যাগ করলেন অভিনেতা ঋষি কাপুর। বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই খবর ঘোষণা করেন অমিতাভ বচ্চন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। ইরফান খানের মৃত্যু শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশ। এবার এল বলিউডের আরও এক তারকা ঋষি কাপুরের প্রয়াণের বার্তা। দীর্ঘদিন ধরে ক্যানসারে অসুস্থ থাকার পর বুধবারই তিনি ভর্তি হন মুম্বইয়ের হাসপাতালে। আর আজ সকালে তাঁর প্রয়াণবার্তা এলো।
ঋষির দাদা রণধীর কাপুর সংবাদসংস্থা পিটিআইকে বলেন, ‘ওর শরীর ভালো যাচ্ছিল না। কিছু সমস্যা দেখা দিয়েছিল। ক্যানসার তো ছিলই। শ্বাসকষ্টও শুরু হয়। বুধবার সকালে ওকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।’ বলিউডের প্রিয় ‘ববি’ বলিউড ছেড়ে চলে গেলেন। এই শোক কিছুতেই মেনে নিতে পারছেন না ঋষি কাপুরের ভক্তরা। কাপুর বংশের অন্যতম তারকা সন্তান ঋষি কাপুরের প্রয়াণে রীতিমতো শোকস্তব্ধ গোটা দেশ। শোকের ছায়া চলচ্চিত্র জগতে। ইরফানের খানের জীবনাবসানের পরদিনই বলিউডের আরও এক নক্ষত্রের এভাবে পতন হবে, তা যেন ১৩০ কোটির দেশের কাছে চরম অবিশ্বাস্য ঘটনা।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে ক্যানসারের চিকিৎসা চলছে ঋষির। নিউ ইয়র্কে চিকিৎসা করিয়ে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে দেশে ফেরেন তিনি। বুধবারই ক্যানসার যুদ্ধে পরাজিত হয়েছেন অভিনেতা ইরফান খান। তার ঠিক পরের দিনই এই যুদ্ধে হেরে গেলেন এই স্বনামধন্য অভিনেতা। করোনার আবহে প্রবল শ্বাসকষ্ট নিয়ে তিনি মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হন। অভিনেতাকে আইসিইউতে ভর্তি করা হয়। ক্যানসারের চিকিৎসার জন্য তিনি বহুদিন ধরেই নিউ ইয়র্কে ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী নিতু সিং।