খেলাধুলা ব্রেকিং নিউজ

Rishabh Pant Accident: ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে ঋষভ পন্থ, সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন

ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্থ। শুক্রবার ভোরে, দিল্লি দেরাদুন হাইওয়েতে রুরকি সীমান্তের কাছে পথ দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ পান্থ। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই তাঁর গাড়িতে আগুন লেগে যায়। ঋষভ পান্থকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রুরকি হাসপাতালে।

জানা গেছে, ঋষভের গাড়িটি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। দুর্ঘটনায় ঋষভের মাথা, পিঠ এবং পায়ে গুরুতর চোট লেগেছে বলেই খবর পাওয়া যাচ্ছে। এদিন বিএমডব্লিউ গাড়িটি নিজেই চালাচ্ছিলেন পন্থ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নারসান বর্ডারের কাছে ঋষভের গাড়িটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায়। বহু কষ্টে আগুন নেভানো হয়। তবে গাড়িটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ১০৮ নম্বরে ডায়াল করে রুরকির হাসপাতালে ভর্তি করেন ঋষভকে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ সুপার দেহাত স্বপ্ন কিশোর সিং। কপালে, পিঠে ও পায়ে গুরুতর জখম পন্থকে তড়িঘড়ি রুরকির হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে দিল্লির হাসপাতালে রেফার করার তোড়জোড় করা হচ্ছে। তাঁর দুর্ঘটনার খবরে ক্রিকেট জগতে হইচই পড়ে গিয়েছে। অনেকেই এই উইকেটকিপার ব্যাটারের দ্রুত সুস্থতা কামনা করে বিভিন্ন পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।