ইন্টারনেট ব্যবহার করাটা অধিকার। কিন্তু তা কখনই মৌলিক অধিকার নয়। রাজ্যের প্রশাসনিক কর্তৃপক্ষ তাতে বিধিনিষেধ আরোপ করতে পারে। সুপ্রিম কোর্টে এই কথাই জানানো হয়েছে জম্মু–কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে। সেখানে অর্থাৎ উপত্যকায় কেন ৪জি ইন্টারনেট পরিষেবা বন্ধ তা জানতে চেয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। সেই শুনানিতে যোগ দিয়ে জম্মু–কাশ্মীর প্রশাসন জানায়, দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং নিরাপত্তার কারণে তা বন্ধ রাখা হয়েছে।
এই সিদ্ধান্ত কার্যকরের পেছনে সংবিধানের এক্তিয়ার আছে বলেই তুলে ধরা হয়। তথ্য হিসাবে বলা হয়, সংবিধানের ১৯(১)(এ) ধারায় এবং ১৯(১)(জি) ধারা অনুযায়ী এই ইন্টারনেট পরিষেবা কাটছাঁট করা যায় বলে সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে জানিয়েছে জম্মু–কাশ্মীর প্রশাসন। সংবাদমাধ্যমের পক্ষ থেকে ৪জি পরিষেবা বন্ধ করে রাখা নিয়ে মামলা হয়েছে। তার প্রেক্ষিতেই এই কথা জানিয়েছে জম্মু–কাশ্মীর প্রশাসন।
শুধু এখানেই শেষ নয়, মামলাকারী মিথ্যে দাবি করেছে বলেও জানিয়েছে ভূস্বর্গের প্রশাসন। কারণ সেখানে ২জি ইন্টারনেট স্পিড পরিষেবা দেওয়া আছে বলে পাল্টা দাবি করেছে প্রশাসন। তাছাড়া ভুয়ো ছবি, ভিডিও ছড়িয়ে পড়া ঠেকাতেই এই কাজ করা হয়েছে বলে দাবি তাদের। এমনকী পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা যাতে ক্ষতি করতে না পারে তার জন্যও এই পদক্ষেপ।
