নভেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচন। তার আগেই রিসিন নামক বিষ হাতে পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা সাধারণত জঙ্গি সংগঠনগুলি ব্যবহার করে থাকে। পাউডার, গুলি বা অ্যাসিডের মাধ্যমে টার্গেট ব্যক্তির উপর এই বিষ প্রয়োগ করে থাকে জঙ্গিরা। এই ভয়ঙ্কর বিষ একবার শরীরে ঢুকলে মৃত্যু প্রায় নিশ্চিত। এবার সেই ভয়ঙ্কর বিষ রিসিন এল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিসে। প্রশ্ন উঠছে, কেউ বা কারা ট্রাম্পকে কী হত্যার ছক কষেছিল?
এই বিষ খামে ভরা ছিল চিঠি। চিঠির সঙ্গেই থামে মুড়ে দেওয়া হয়েছিল ভয়ঙ্কর বিষ। চিঠি ট্রাম্পের হাতে পৌঁছল না। রোজই কয়েক হাজার চিঠি হোয়াইট হাউসে আসে। তার মধ্যে হাতে গোনা কয়েকটা পৌঁছয় প্রেসিডেন্টের টেবিল পর্যন্ত। প্রেসিডেন্টের কাছে যাওয়ার আগে যে কোনও জিনিস বেশ কয়েকবার পরীক্ষা করা হয়।
জানা গিয়েছে, সেই চিঠি নিরাপত্তারক্ষীরা বাজেয়াপ্ত করে নেন। নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্টকে হত্যার ছক ভাবিয়ে তুলেছে নিরাপত্তা কর্মীদের। ইউএস সিক্রেট সার্ভিস ও ইউএস পোস্টাল ইন্সপেকশন সার্ভিসকে এই ঘটনার তদন্ত করতে বলা হয়েছে। তারা জানিয়েছে, বিষ ভর্তি সেই খাম এসেছিল কানাডা থেকে। তবে কারা সেই খাম পাঠিয়েছিল তা নিয়ে এখনও জানতে পারেননি মার্কিন গোয়েন্দারা।
উল্লেখ্য, হোয়াইট হাউসে বিষ ভর্তি খাম পাঠানোর ঘটনা আগেও ঘটেছিল। ২০১৮ সালেও ট্রাম্পকে হত্যার ছক কষে এক ব্যক্তি বিষ ভর্তি খাম পাঠিয়েছিলেন। তবে সেই ব্যক্তি ধরাও পড়ে। তিনি আপাতত জেলে। নির্বাচনের আগে ট্রাম্পকে হত্যার ছক ভাবিয়ে তুলেছে গোয়েন্দাদের। মাসখানেক আগেও হোয়াইট হাউসের বাইরে অজ্ঞাতপরিচয় বন্দুকধারী ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখেন নিরাপত্তারক্ষীরা। তাঁকে গুলিও করেন তাঁরা।
