দেশ ব্রেকিং নিউজ

স্বেচ্ছামৃত্যু চান গ্যাংস্টারের স্ত্রী

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবে এনকাউন্টারে মারা গিয়েছে। আজ থেকে এক বছর আগে। সাক্ষী না পাওয়ায় সম্প্রতি ক্লিনচিট পেয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। কিন্তু বিকাশের পরিবারের উপর পুলিশ এবং সরকারি সংস্থার হেনস্থা বন্ধ হয়নি বলে অভিযোগ বিকাশ পত্নী রিচা দুবের। তাই এবার যোগী আদিত্যনাথের কাছে স্বেচ্ছামৃত্যুর আর্জি জানালেন বিকাশ পত্নী রিচা দুবে।

এদিন রিচার অভিযোগ, বিকাশের মৃত্যুর পর থেকে দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছেন তিনি। সন্তানদের স্কুলের বেতন দিতে পারছেন না। সংসার চলছে গয়না বিক্রি করে। গঞ্জনা শুনতে হচ্ছে প্রতিবেশীদের কাছ থেকে। সঙ্গে জুড়েছে সরকারি আধিকারিকদের হেনস্থা। রিচা বলেন, ‘‌কেউ আমাদের অভিযোগে পাত্তা দিচ্ছে না। এক বছর হয়ে গেলেও স্বামীর মৃত্যুর শংসাপত্রটুকু পাইনি। আমি তাই যোগীজির কাছে অনুরোধ করছি তিনি যাতে আমাদের স্বেচ্ছামৃত্যুর অধিকার দেন।’‌

উল্লেখ্য, ২০২০ সালের জুলাই মাসে কানপুরের কাছে বিকারু গ্রামে বিকাশকে গ্রেফতার করতে গিয়ে ৮ পুলিশ কর্মী নিহত হন। উত্তরপ্রদেশের মাফিয়া জগতের অবিসংবাদিত অধিপতি বিকাশের নামে ৬০টিরও বেশি অপরাধমূলক মামলা ছিল। উজ্জয়িনী মহাকাল মন্দির থেকে পুজো দিয়ে বেরোনোর সময় বিকাশকে গ্রেফতার করা হয়। সেখান থেকে তাকে উত্তরপ্রদেশে ফেরানোর সময়ে এনকাউন্টারে বিকাশের মৃত্যু হয় বলে দাবি করে উত্তরপ্রদেশ পুলিশ।