আরজিকর হাসপাতালের মৃত ডাক্তারি পড়ুয়ার সোদপুরের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর পৌনে ১ টা নাগাদ নির্যাতিতার বাড়িতে যান তিনি। নিহত ছাত্রীর বাবা, মায়ের সঙ্গে কথাও বলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। নিহত ছাত্রীর পরিবার কী ধরনের পদক্ষেপ চাইছেন, তদন্তের বিষয়ে তাঁদের কোনও বক্তব্য রয়েছে কি না, এবিষয়ে বিস্তারিত জানতে সরাসরি নিহত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী পরিষ্কার জানান, “রবিবারের মধ্যে কিনারা না করতে পারলে CBI-কে দিয়ে দেব। আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি পারে দোষীদের গ্রেফতার করুক। যদি রবিবার পর্যন্ত না পারে, কারণ ভিতরেও তো অনেকে আছেন। তাই এই কেসটা তখন আমরা আর নিজেদের হাতে রাখব না। সিবিআইকে দিয়ে দেব। আমি প্রথম দিন থেকেই বলেছি।”
এরপরই সিবিআই প্রসঙ্গে মমতা বলেন, “সিবিআই-এর সাকসেস রেট কম। তাপসী মালিককে ধর্ষণ করে খুনের ঘটনা এখনও অবধি বিচার পায়নি। নন্দীগ্রামে যখন ১৪ জন গুলিতে মারা যায়, সেই কেস আজও সিবিআই সলভ করতে পারেনি। রিজওয়ানুর ইস্যু, রবীন্দ্রনাথের নোবেল চুরির বিচারও করতে পারেনি। কলকাতা পুলিশ হল পৃথিবীর শ্রেষ্ঠ পুলিশ। তবুও যদি কেস সলভ না হয় তাহলে মানুষের সন্তুষ্টির জন্য সিবিআই-এর হাতে তুলে দেব। কেননা কেস সলভ না হলে অনেকেই হয়ত ভাবতে পারে পুলিশ ঠিকমতো কাজ করতে পারছে না।”