কলকাতা ব্রেকিং নিউজ রাজ্য

RG Kar Issue: রাজ্য বাণিজ্যকর দপ্তরের কর্মীদের বিক্ষোভ মিছিল

আর.জি.কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও নারকীয় হত্যার ঘটনায় উত্তাল রাজ্য সহ গোটা দেশ। অপরাধীদের শাস্তির দাবিতে অব্যাহত গণ আন্দোলন। ন্যায় বিচারের দাবিতে কলকাতার পাশাপাশি রাজ্যের জেলায় জেলায় চলছে প্রতিবাদ মিছিল। এমত পরিস্থিতিতে দোষীদের উপযুক্ত বিচারের দাবীতে বুধবার দুপুর ১:৩০ থেকে ২ টো পর্যন্ত পশ্চিমবঙ্গ বাণিজ্যকর দপ্তরের সামনে বুকে ব্যাচ লাগিয়ে বিক্ষোভে সামিল হলেন দপ্তরের আধিকারিক ও কর্মীরা। বিক্ষোভ মিছিলে উঠল স্লোগান: “তোমার আমার একই স্বর, জাস্টিস ফর আর.জি.কর/ উই ওয়ান্ট জাস্টিস।”

মিছিলে উপস্থিত সরকারি কর্মীদের দাবি, অপরাধীদের চরম ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একইসাথে তাঁরা জানান, অপরাধীরা চরম শাস্তি না পাওয়া পর্যন্ত নিয়মিত তাঁদের এই বিক্ষোভ মিছিল চলবে।