ব্রেকিং নিউজ রাজ্য

‘থ্রেট কালচার’ নিয়ে ফের উত্তপ্ত RG Kar

‘থ্রেট কালচারের’ প্রতিবাদে ফের উত্তপ্ত হয়ে উঠল RG Kar হাসপাতাল। হাসপাতালের জুনিয়র ডাক্তারদের অভিযোগ, সেখানে সরকারি দলের মদতে থ্রেট কালচার শুরু হয়েছে। এর প্রতিবাদে বুধবার হাসপাতাল চত্বরে অবস্থান ধর্মঘটে বসেন তারা। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেন।

জুনিয়র ডাক্তাররা থ্রেট কালচারের সঙ্গে যুক্ত ৫১ জন ডাক্তার, হাউস স্টাফ ও ইর্ন্টানের বিরুদ্ধে অভিযোগ তোলেন আগেই। এ নিয়ে কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। বুধবার ৫১ জনের মধ্যে ১২ জনকে ডাকা হয় হাসপাতালের প্রশাসনিক ভবনে তদন্তের জন্য।

তাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে হাসপাতাল চত্বরে অবস্থান ধর্মঘটে বসেন জুনিয়র ডাক্তাররা। একপর্যায়ে তৃণমূলের চিকিৎসক নেতা আশীষ পান্ডে সাক্ষ্য গ্রহণ শেষে হাসপাতাল থেকে বেরিয়ে এলে প্রতিবাদকারীরা ‘চোর চোর’ বলে ধ্বনি দেয়।

এদিন দুপুরে ধর্মতলার ডরিনা ক্রসিংয়ে জাতীয় কংগ্রেসের ডাকে আয়োজিত অবস্থান ধর্মঘটে RG Kar হত্যাকান্ডের তদন্ত দ্রুত শেষ করার দাবি তোলেন রাজ্য কংগ্রেস নেতারা।

অপরদিকে এদিন বিকেলে হাজরা মোড়ে RG Kar হাসপাতালে মহিলা চিকিৎসক হত্যাকান্ড ও দুর্নীতির দায় নিয়ে অবিলম্বে মমতার পদত্যাগের দাবি তোলেন বিজেপির নেতারা। এ সময় অবস্থান ধর্মঘটে যোগ দেন বিজেপি নেতা ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী প্রমুখ।

এদিকে RG Kar হাসপাতালের গ্রেপ্তার হওয়া অধ্যক্ষ সঞ্জীব ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে বুধবার শিয়ালদহ কোর্টে হাজির করে সিবিআই। সিবিআইয়ের দাবি, মহিলা চিকিৎসক হত্যাকান্ড নিয়ে বিভিন্ন তথ্য লোপাট করার ব্লু প্রিন্ট তৈরি হয়েছে টালা থানায়। এর নেতৃত্বে ছিলেন ওসি নিজেই। এ সংক্রান্ত প্রচুর তথ্য প্রমাণও যোগাড় করেছেন তারা।