RG Kar মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় করা মামলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা CBI -কে তদন্ত চালিয়ে যেতে নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে সিবিআই -কে আবার পরিস্থিতি সংক্রান্ত রিপোর্ট দিতে বলল সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে RG Kar কাণ্ডে করা মামলার সপ্তম দফা শুনানিতে এ নির্দেশ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয়া যশবন্ত চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে এ শুনানি হয়। বেঞ্চের অন্য দুই বিচারপতি হলেন বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র। মামলার পরবর্তী শুনানি হবে ১১ নভেম্বর।
এদিন প্রধান বিচারপতির বেঞ্চে CBI সর্বশেষ পরিস্থিতির রিপোর্ট পেশ করে। ওই রিপোর্ট খতিয়ে দেখে বেঞ্চ জানান, এখনই এর তথ্য প্রকাশ করা যাচ্ছে না। আগামী চার সপ্তাহের মধ্যে সিবিআই পরবর্তী প্রতিবেদন জমা দিলে তখন ডিভিশন বেঞ্চ এ নিয়ে বিস্তারিত জানাবেন এবং পরবর্তী নির্দেশ দেবেন।
এদিন জাতীয় টাস্কফোর্সও সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেয়। হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য পরিষেবায় নিয়োজিত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতালের টাস্কফোর্স গঠন ও নীতিমালা প্রস্তাব নিয়ে এ রিপোর্ট তৈরি করা হয়।
সুপ্রিম কোর্ট জানিয়ে দেন, ওই রিপোর্ট এবং বিভিন্ন হাসপাতালে সিভিক ভলান্টিয়ার নিয়োগ, নিয়োগের শর্ত, নিয়োগস্থল, বেতনসহ বিভিন্ন বিষয়ে নিয়ে ডিভিশন বেঞ্চ পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবেন। উল্লেখ্য, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকার সিভিক ভলান্টিয়ার নিয়োগসংক্রান্ত একটি। প্রতিবেদনও সুপ্রিম কোর্টে পেশ করে।