আরজি কর কাণ্ডে সুপ্রিম পদক্ষেপ। তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল দেশের সর্বোচ্চ আদালত।
আদালত সূত্রে জানা গিয়েছে, এই মামলার শুনানি হবে আগামী মঙ্গলবার (২০ অগস্ট)। দেশের প্রধান বিচারপতি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে হবে এই মামলার শুনানি।
ইতিমধ্যে ঘটনার তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। তাকেও সিবিআইয়ের হাতে হস্তান্তরিত করে দেওয়া হয়েছে।
দোষীদের দ্রুত শাস্তির দাবিতে কলকাতার রাজপথে মিছিল করেন রাজ্যের প্রশাসনিক প্রধান বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আরজিকর কাণ্ডে নয়া পদক্ষেপ গ্রহণ করল সুপ্রিম কোর্ট।