রাজ্য লিড নিউজ

RG Kar Incident: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে ইমেল নির্যাতিতার বাবা-মায়ের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে ইমেইল আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাবা-মায়ের। মঙ্গলবার সকালেই এই আর্জি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে বৈদ্যুতিন চিঠি পাঠিয়েছেন তাঁরা। কলকাতা ৫০ নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মারফত প্রকাশ্যে এসেছে সেই ইমেইল।

সেখানে নির্যাতিতার বাবা-মা লিখেছেন, “মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটে যাওয়ার পর থেকেই প্রচণ্ড মানসিক চাপের মধ্যে রয়েছি। খুব অসহায় লাগছে। এমন অবস্থায় আপনার সঙ্গে দেখা করে কিছু বিষয় জানাতে চাই।”

সামনেই উপনির্বাচন। তার আগেই একবার বাংলায় আসবেন অমিত শাহ। তাঁর আগমনের সেই দিন ঠিক হয়েছিল বুধবার। তবে সোমবার বিকেলেই জানা যায়, অজ্ঞাত কারণে শাহের বঙ্গ সফর আপাতত বাতিল করা হয়েছে। সূত্রের খবর, বাংলার দিকে প্রবল বেগে এগিয়ে আসা ‘দানা’ ঘূর্ণিঝড়ের কারণেই শাহে বঙ্গ সফর বাতিল হয়েছে।

তবে রাজ্য বিজেপির কথায় সফর বাতিল নয় আপাতত স্থগিত রাখা হয়েছে। কার্যত এখন নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে কি তাহলে দেখা করবেন না স্বরাষ্ট্রমন্ত্রী? নাকি পরে রাজ্যে এলে তারপর দেখা করবেন? কিংবা তাঁদেরকে কি দিল্লিতে ডাকবেন অমিত শাহ? জল্পনা তুঙ্গে।