রাজ্য লিড নিউজ

RG Kar Incident: রাস্তা থেকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ধরে সিজিও কমপ্লেক্সে নিয়ে গেল CBI

শুক্রবার দুপুরে রাস্তা থেকে সন্দীপ ঘোষকে ধরে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ শুরু করল সিবিআই। সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।

শুক্রবার সন্দীপ ঘোষের বাড়িতে যান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। সেখানে তাঁর সঙ্গে কথা বলার পরেই সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এদিন সন্দীপ পুলিশি নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। উচ্চ আদালতের কাছে দ্রুত শুনানির আর্জি জানান। যদিও সেই আবেদন খারিজ করে আদালত জানিয়ে দেয় সোমবার আবার আবেদন করতে।

উল্লেখ্য, পড়ুয়াদের আন্দোলনের মুখে পড়ে গত সোমবারই পদত্যাগ করেছেন্ আরজিকর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এরপর এদিন সকাল থেকেই শোনা যাচ্ছিল, আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বদলি করে দেওয়া হচ্ছে সন্দীপ ঘোষকে। তাঁকে পাঠানো হচ্ছে ন্যাশনাল মেডিক্যাল কলেজে হাসপাতালের দায়িত্বে।

সন্দীপের এই নিয়োগ নিয়ে প্রতিবাদও শুরু হয় নতুন করে। এই বিজ্ঞপ্তি জারির পরেই সন্দীপ ঘোষের কুশপুতুল পোড়ান আন্দোলনরত ডাক্তাররা। এরপর মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভ শুরু হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজে। অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন পড়ুয়ারা। হাসপাতালের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে তাঁরা। অধ্যক্ষের ঘরের সামনে ধর্নায় বসে পড়েন অনেকে। স্লোগান ওঠে সন্দীপের বিরুদ্ধে।

পড়ুয়ারা স্পষ্ট জানিয়ে দেন, অধ্যক্ষ হিসেবে তাঁরা কোনওমতেই মানবেন না অভিযুক্ত সন্দীপ ঘোষকে।এরপরই সন্দীপ ঘোষকে অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।