দেশ ব্রেকিং নিউজ

বিপ্লবের বিরুদ্ধে বিপ্লব দিল্লিতে

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে বিদ্রোহের খবর ছড়িয়ে পড়ল। শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাত্‍‌ করতে ত্রিপুরার বিজেপি বিধায়কদের একটি প্রতিনিধি দল গত কয়েকদিন ধরে দিল্লিতে রয়েছেন। বিজেপি’‌র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে ওই প্রতিনিধিদলের কথা হয়। বিপ্লব দেবের বিরুদ্ধে নালিশ নিয়েই দিল্লিতে আসেন বিদ্রোহী বিধায়কেরা। মুখ্যমন্ত্রীর পদ থেকে বিপ্লব দেবকে যাতে অবিলম্বে সরানো হয়, পার্টির শীর্ষ নেতৃত্বের কাছে তাঁরা সেই আর্জি জানিয়েছেন বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, ত্রিপুরা থেকে ৯ বিজেপি বিধায়ক দিল্লিতে এলেও মাত্র চার জন গিয়েছিলেন নাড্ডার কাছে। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই সকলে একসঙ্গে গিয়ে ভিড় করেননি। বিপ্লব দেবকে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর দাবি তাঁরা নাড্ডার কাছে করেছেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু বলতে চাননি।
তবে ত্রিপুরার বিদ্রোহী বিধায়কদের অন্যতম রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, প্রভাবশালী বিধায়ক সুদীপ রায়বর্মন। দিল্লিতে এসে বিজেপি’‌র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও সাধারণ সম্পাদক বি এল সন্তোষের সঙ্গে দেখা করার অনুমতি চান সুদীপ। সেই মতোই চার সদস্যের এক প্রতিনিধি দলে নাড্ডার সঙ্গে দেখা করেন।
দিল্লিতে পৌঁছে সাংবাদিক বৈঠকে সুদীপ রায়বর্মন বলেন, ‘‌আমরা অন্তত ১২ জন বিধায়ক ঠিক করেছি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর খারাপ নেতৃত্বের কথা দলের শীর্ষ নেতৃত্বকে জানাব। এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বিপ্লব ত্রিপুরায় একনায়কতন্ত্র চালাচ্ছেন।’‌