আজ অর্থাৎ বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। দুপুর তিনটেয় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এক ঘণ্টা পর থেকে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা। উল্লেখ্য, করোনা অতিমারির জেরে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছিল। তাই বিশেষজ্ঞ কমিটির সুপারিশে বিশেষ পদ্ধতিতে ফলাফল তৈরি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ফলে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করা হবে না।
