জেলা ব্রেকিং নিউজ

এক নজরে অশোকনগর কল্যাণগড় পুরসভার ফলাফল

অশোকনগর কল্যাণগড় পৌরসভা সবুজ ঝড় 23 টি ওয়ার্ডের মধ্যে কুড়িটি জয়লাভ করলো তৃণমূল প্রার্থীরা। বিরোধীরা জিতেছে তিনটি ওয়ার্ডের বিরোধীদের মধ্যে কংগ্রেস জিতেছে একটি ওয়ার্ডে এবং সিপিআইএম প্রার্থীরা জিতেছে দুটি ওয়ার্ডে।ফলাফল ঘোষণা হতেই তীব্র উচ্ছ্বাসে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকরা।অশোকনগর কল্যাণগড় পৌরসভার ওয়ার্ড ভিত্তিক বিজয়ী প্রার্থী তালিকা

1 নং ওয়ার্ড জয়া দত্ত TMC জয়ী(2926)
2 নং ওয়ার্ড প্রবোধ সরকার TMC জয়ী(2487)
3 নং ওয়ার্ড অদিতি সিং TMC জয়ী(1385)
4 নং ওয়ার্ড চিরঞ্জীব সরকার TMC জয়ী(1810)
5 নং ওয়ার্ড সঞ্জয় রাহা TMC জয়ী(2197)
6 নং ওয়ার্ড রেশমি ভট্টাচার্যী TMC জয়ী(1543)
7 নং ওয়ার্ড দেবশ্রী রায় TMC জয়ী(788)
8 নং ওয়ার্ড সমীর দত্ত TMC জয়ী(2059)
9 নং ওয়ার্ড সজল কান্তি মালাকর TMC জয়ী(132)
10 নং ওয়ার্ড অরূপ দাস TMC জয়ী(1631)
11 নং ওয়ার্ড কাজল রয় TMC জয়ী(2234)
12 নং ওয়ার্ড টুম্পা সরকার TMC জয়ী(807)
13 নং ওয়ার্ড তারক দাস(নোটন) কংগ্রেস(377)
14 নং ওয়ার্ড তাপস ভট্টাচার্য TMC জয়ী(235)
15 নং ওয়ার্ড কৃষ্ণা চক্রবর্তী TMC জয়ী(2489)
16 নং ওয়ার্ড শ্রীকান্ত চৌধুরী TMC জয়ী(840)
17 নং ওয়ার্ড ধীমান রায় TMC(971) ভোটে জয়ী
18 নং ওয়ার্ড শম্পা চক্রবর্তী TMC জয়ী(668)
19 নং ওয়ার্ড সম্পা সেন TMC জয়ী(1309)
20 নং ওয়ার্ড বিদ্যুৎ কাঞ্জিলাল CPIM জয়ী(489)
21 নং ওয়ার্ড ভবতোষ হালদার CPIM জয়ী(564)
22 নং ওয়ার্ড প্রসেনজিৎ সাহা TMC জয়ী(1069)
23 নং ওয়ার্ড জুঁই তালুকদার TMC জয়ী(1799)