বাংলাদেশে রক্তচক্ষু দেখাচ্ছে করোনাভাইরাস। আরও ঘাতক হয়ে উঠেছে ভাইরাসটি। এই পরিস্থিতিতে সংক্রমণে লাগাম টানতে ভারত–সহ ৮টি দেশ থেকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা। ইতিমধ্যেই সেখানে আরও একসপ্তাহ বিধিনিষেধ জারি করা হয়েছে।
বাংলাদেশের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নয়া নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, ভারত, নেপাল, দক্ষিণ আফ্রিকা–সহ আটটি দেশ থেকে কেউ বাংলাদেশে আসতে পারবে না। তবে বাংলাদেশি প্রবাসী বা নাগরিকেরা ১৫ দিন আগে এসব দেশে গিয়ে থাকলে দূতাবাসের বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন। আর্জেন্টিনা, ব্রাজিল, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, সংযুক্ত আরব আমিরশাহী–সহ ১২টি দেশ থেকে যে কেউ আসতে ও যেতে পারবেন। তবে ভ্রমণকারীদের শর্তসাপেক্ষে হোম কোয়ারেন্টাইন ও প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। নিষেধাজ্ঞার তালিকার বাইরে থাকা বিশ্বের যে কোনও দেশ থেকে বাংলাদেশে সফর করা যাবে।
করোনার ডেল্টা স্ট্রেনের জন্যই বাংলাদেশে লাগামছাড়া হয়েছে সংক্রমণের গতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে গত ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সকল সরকারি ও বেসরকারি অফিস বন্ধ করে লকডাউন ঘোষণা করা হয়। লকডাউন চলাকালীন বিনা কারণে ঘর থেকে বাইরে বের হলে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মহম্মদ শফিকুল ইসলাম। লকডাউনে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে খাবারের দোকান ও রেস্তরাঁ। তবে, কেউ রেস্তরাঁয় বসে খাবার খেতে পারবেন না।