ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। তাই আন্তর্জাতিক যাত্রীবাহী উড়ানের উপর বিধিনিষেধের মেয়াদ বাড়াল কেন্দ্রীয় সরকার। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়, এই বিধিনিষেধের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। সুতরাং বিদেশ থেকে এদেশে সফর অনায়াসে করা যাবে না বলেই খবর।
অসমারিক বিমান পরিবহণ মন্ত্রকের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তর্জাতিক বাণিজ্যিক যাত্রীবাহী বিমান পরিবহণের উপর বিধিনিষেধের মেয়াদ ৩১ মার্চ, ২০২১ পর্যন্ত বাড়িয়েছে। বিজ্ঞপ্তির বৈধতা ৩১ মার্চ রাত ২৩.৫৯টা পর্যন্ত কার্যকর থাকবে। তবে এই নিষেধাজ্ঞা দুই দেশের মধ্যে চলাচলকারী সমস্ত বিমানের উপর কার্যকর নয়। যথা— এই বিধিনিষেধ আন্তর্জাতিক পণ্যবাহী বিমান চলাচলের ক্ষেত্রে অনুমোদিত বিমানের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাসে করোনাভাইরাস অতিমারির জেরে আন্তর্জাতিক বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে ভারত। তার পরে বিভিন্ন দেশের সঙ্গে ‘এয়ার বাবল’ তৈরি করে আন্তর্জাতিক বিমান পরিষেবা চলছে। তবে এখনও অবশ্য পরিষেবা সম্পূর্ণ চালু হয়নি। গত ডিসেম্বর মাসে করোনার নতুন প্রজাতির সংক্রমণ নিয়ে ব্রিটেনে নতুন করে উদ্বেগ বেড়ে যাওয়ার কারণে সেই পরিষেবাও বন্ধ রাখা হয়। পরে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল।