নতুন করে ফের উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের কোভিড গ্রাফ। ক্রমশ বাড়ছে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা। আর সে কারণেই মানুষকে সচেতন করতে বারবার প্রশাসনের পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে। তবুও সতর্ক নয় সাধারণ মানুষ।
করোনার থাবা থেকে রক্ষাকবচ হয়ে একাধিক বিধিনিষেধ জারি করল রাজ্য সরকার। করোনার বাড়বাড়ন্তের জেরে আবার কড়া নিরাপত্তার বিধিনিষেধে বাঁধা পড়তে চলছে রাজ্য। স্বাস্থ্যবিধির দিকে নজর রেখে আবার আটকা পড়ছেন সাধারণ মানুষ।
ওমিক্রন রুখতে কী কী বিধিনিষেধ জারি হল রাজ্যে, দেখে নিন একঝলকে –
- ঝুঁকিপূর্ণ দেশ থেকে বিমান অবতরণ সাময়িকভাবে বন্ধ।
মুম্বই, দিল্লি থেকে কলকাতায় বিমান নামবে সপ্তাহে ২ দিন। সোমবার ও শুক্রবার। ১০০ শতাংশ বিদেশ ফেরতের Rapid Antigen টেস্ট বাধ্যতামূলক। - ‘দুয়ারে সরকার’ একমাস পিছিয়ে ১ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হবে।
- স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ। ৫০ শতাংশ কর্মীরা আসতে পারেন।
- সরকারি ও বেসরকারি অফিসে (কর্পোরেশন-সহ) ৫০ শতাংশ হাজিরা।
- সোমবার থেকে বন্ধ সুইমিং পুল, পার্লার, জিম, স্পা, পার্ক, চিড়িয়াখানা।
- শপিং মল, মার্কেট কমপ্লেক্সে ৫০ শতাংশ ক্রেতার প্রবেশের অনুমতি।
- রেস্তরাঁ, বারে ৫০ শতাংশের প্রবেশের অনুমতি।
- সিনেমা হল, থিয়েটারে ৫০ শতাংশ দর্শকের প্রবেশের অনুমতি।
- বাড়ল রাত্রিকালীন বিধিনিষেধের সময়সীমা। রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত রাত্রিকালীন বিধিনিষেধ জারি।
- লোকাল ট্রেনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে যাতায়াত চলবে। তবে সন্ধে ৭টার পর লোকাল ট্রেন বন্ধ। মেট্রো চলবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে।
- গণপরিবহণে স্যানিটাইজেশন বাধ্যতামূলক, বাজার স্যানিটাইজ করতে হবে।
- কলকাতায় ১১টি মাইক্রো কনটেনমেন্ট জোন।
- মিটিং, কনফারেন্সে ৫০ শতাংশ উপস্থিতি।
- সামাজিক, ধর্মীয় অনুষ্ঠানে ৫০ শতাংশ উপস্থিতি।
- মাস্ক না পরলে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন।
করোনার নয়া স্ট্রেন কিছুটা থাবা বসিয়েছে বঙ্গেও। ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশেষত বিদেশ থেকে আসা যাত্রীদের শরীরে ওমিক্রন ধরা পড়ছে। তাই সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে পৃথকভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ক্রিসমাস ও ইংরাজি নববর্ষে কোভিডবিধিতে খানিকটা ছাড় থাকায় পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক হয়েছে। এই অবস্থায় ওমিক্রনের দাপট রুখতে আপাতত দু’সপ্তাহের কড়া কোভিডবিধি জারি করল রাজ্য সরকার। পরে পরিস্থিতি বিবেচনা করে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব। এর মধ্যে আগামী ২২ তারিখ রাজ্যের চার পুরনিগমে ভোট। যদিও সে বিষয়ে কোনো উত্তর দেয়নি নবান্ন।