বিধিনিষেধের মেয়াদ বাংলায় বাড়ল আরও। বেশ কয়েকটি নিয়ম শিথিল করে ৩১ আগস্ট পর্যন্ত বাড়ল এই বিধিনিষেধ। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত সাধারণের জন্য চালু হচ্ছে না লোকাল ট্রেন। তবে রেলের প্রস্তাব তিনি ভেবে দেখবেন বলে আজ জানিয়েছেন।
এবার কমছে নাইট কার্ফুয়ের সময়সীমা। এতদিন রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাজ্যজুড়ে নাইট কার্ফু চলছিল। কিন্তু ১৬ আগস্ট থেকে তার সময় বদলাচ্ছে। জনগণের দাবি এবং কাজকর্মের কথা বিবেচনা করে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত থাকবে রাত্রিকালীন বিধিনিষেধ। সুতরাং রাত ১০ পর্যন্ত কোনও অসুবিধা থাকছে না।
গত মে মাস থেকে দফায় দফায় চলছে বিধিনিষেধ। দৈনন্দিন কাজের সুবিধার্থে একাধিক বিষয়ে ছাড় দিয়ে চলতি নিষেধাজ্ঞার মেয়াদ ছিল ১৫ আগস্ট পর্যন্ত। এবার তা আরও বাড়ানো হল। ৩১ আগস্ট পর্যন্ত তা বাড়ল। তবে এখনই খুলছে না লোকাল ট্রেন। মুখ্যমন্ত্রীর বলেন, ‘সবাই জানতে চাইছে, লোকাল ট্রেন খুলছে না কেন, কবে থেকে খুলবে। কিন্তু এখনই তা চালু করে দিলে সংক্রমণ আবার বেড়ে যেতে পারে। এখন দৈনিক ৬০০ মতো পজিটিভ কেস রয়েছে। তা দ্রুত কমিয়ে ফেলতে হবে। তাছাড়া আমরা সব বাস, অটো, টোটো চালু করে দিয়েছি যাতে সকলে যাতায়াত করতে পারেন। জানি, লোকাল ট্রেনেও অনেকে যাতায়াত করেন। তাঁদের অসুবিধা হচ্ছে। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে।’