করোনা পরিস্থিতির জেরে কার্যত লকডাউন জারি রয়েছে। আবার বিধিনিষেধের মেয়াদ বাড়ল আরও। ১৫ জুলাই পর্যন্ত যে বিধিনিষেধ জারি ছিল, তার মেয়াদ বাড়ানো হল ৩০ জুলাই পর্যন্ত। কিছু ক্ষেত্রে নিয়ম শিথিল করা হলেও আপাতত লোকাল ট্রেন চালু হচ্ছে না। তবে মেট্রোর ক্ষেত্রে ছাড়পত্র দিল রাজ্য সরকার। ৫০ শতাংশ যাত্রী নিয়ে সপ্তাহে পাঁচ দিন চলবে মেট্রো। শনিবার–রবিবার বন্ধ থাকবে পরিষেবা। স্টাফ স্পেশাল ট্রেন ছাড়া এই দফাতেও লোকাল ট্রেন বন্ধ থাকছে।
বিজ্ঞপ্তি দিয়ে নবান্ন জানিয়ে দিয়েছে, ব্যাঙ্ক খোলার সময়সীমা এক ঘণ্টা বাড়ানো হল। সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক। লোকাল ট্রেন চালু করার জন্য নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল। এই দাবি বিক্ষোভও হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। কিন্তু ট্রেন চালু হলেই সংক্রমণ বেড়ে যেতে পারে, তাই ট্রেন চালুর ক্ষেত্রে এখনও ছাড় দিচ্ছে না রাজ্য।
নিয়মিত স্যানিটাইজেশন করতে হবে মেট্রোকে। মাস্ক পরা ও অন্যান্য কোভিড বিধি মেনে চলতে হবে যাত্রীদের। উঠতে পারবেন মোট আসনের ৫০ শতাংশ যাত্রী। শনিবার ও রবিবার বাদে সপ্তাহে ৫ দিন চলবে মেট্রো। ৫০ শতাংশ যাত্রী নিয়ে সরকারি–বেসরকারি বাস, ট্রাম, ট্যাক্সি, অটো এবং জলযান চালু থাকছে। আপাতত খুলছে না সিনেমা হল বা সুইমিং পুল। শুধুমাত্র জাতীয় বা আন্তর্জাতিক স্তরের সাঁতারুরা সকাল ৬ টা থেকে ১০ টার মধ্যে সুইমিং পুল ব্যবহার করতে পারবে প্র্যাকটিসের জন্য। কোনও ধরনের রাজনৈতিক, সাংস্কৃতিক, সামজিক জমায়েত চলবে না। বিয়েবাড়িতে ৫০ শতাংশের বেশি থাকতে পারবেন না। ২০ জনকে নিয়ে করতে হবে শেষকৃত্যের অনুষ্ঠান।