নতুন করে উত্তেজনা বিশ্বভারতীতে। ফের উপাচার্যের বাসভবনের সামনে নিরাপত্তারক্ষীদের সঙ্গে পড়ুয়াদের ধস্তাধস্তি। উপাসনাগৃহের সামনে থেকে মশাল মিছিল করে আন্দোলনকারী পড়ুয়ারা৷ উপাচার্যের বাসভবনের সামনে আসতেই বাধা দেয় নিরাপত্তারক্ষী ও পুলিশ৷ বাসভবনের গেটে ব্যানার লাগানোকে কেন্দ্র করে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়।
ছাত্রকে ভর্তি না নেওয়া, ছাত্রীকে গবেষণাপত্র জমা দিতে না দেওয়া সহ উপাচার্যের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে ১৫ দিন ধরে বিশ্বভারতীতে আন্দোলন চলছে৷ শান্তিনিকেতনে উপাচার্যের বাসভবন পূর্বিতার কাছে ধর্না মঞ্চ করে চলছে আন্দোলন। প্রথম দিন থেকেই গৃহবন্দী উপাচার্য। মঙ্গলবার বাসভবন থেকে বেরতে গেলে গাড়ির সামনে বসে পরে পড়ুয়ারা৷ পরে নিরাপত্তারক্ষীরা আন্দোলনকারী পড়ুয়াদের মারধর করে বলে অভিযোগ।
তার প্রতিবাদে এদিন উপাসনা গৃহের কাছ থেকে মশাল মিছিল করে পড়ুয়ারা৷ মিছিল আসে উপাচার্যের বাসভবন পর্যন্ত৷ আগেই বাসভবন নিরাপত্তারক্ষী ও পুলিশ মুড়ে ফেলেছিল৷ মিছিল আসতেই শুরু হয় ধস্তাধস্তি। উপাচার্যের গেটে ব্যানার লাগাতে বাধা দেওয়ায় নতুন করে উত্তেজনা বিশ্বভারতীতে৷
পড়ুয়াদের মধ্যে শুভ নাথ বলেন, “উপাচার্য আমাদের সঙ্গে কোন রকম আলোচনায় বসছে না৷ নিরাপত্তারক্ষীরা গুণ্ডার কাজ করছে৷ মারধর করছে আমাদের৷ আমরা এই আন্দোলন চালিয়ে যাব।”