জেলা ব্রেকিং নিউজ

বিধায়ক পদ থেকে পদত্যাগ

বিধায়ক পদ থেকে হঠাৎই পদত্যাগ করলেন বেচারাম মান্না। বৃহস্পতিবার দুপুরে বিধানসভার অধ্যক্ষের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন বেচারাম। শুক্রবার বেচারাম ঘনিষ্ঠরাও সিঙ্গুরে গণ পদত্যাগ করবেন বলে সূত্রের খবর। এখন প্রশ্ন, তাহলে কী বিজেপিতে যাচ্ছেন বেচারাম?‌
হুগলিতে সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে হরিপালের বিধায়ক বেচারাম মান্নার কোন্দল নতুন কিছু নয়। রবীন্দ্রনাথ ভট্টাচার্যের অনুগামী মহাদেব দাসকে সরিয়ে ব্লক সভাপতি করা হয় বেচারাম ঘনিষ্ঠ গোবিন্দ ধাড়াকে। এতে তীব্র অসন্তোষ প্রকাশ করেন রবীন্দ্রনাথ। দল ছাড়ার কথাও ভাববেন বলে জানিয়ে দিয়েছিলেন মাস্টারমশাই।
দলীয় সূত্রে খবর, এরপরই কোন্দল থামাতে বুধবার রাতে বেচারামকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরে গোবিন্দ ধাড়াকে সরিয়ে মহাদেব দাসকে ব্লক সভাপতি করার কথা জানিয়ে দেন দলনেত্রী। এরপরই সংগঠন হাতছাড়া হয়ে যেতে পারে বলে মনে করেন বেচারাম। তারপরই এই দলত্যাগের সিদ্ধান্ত। তবে বিজেপি’‌র কয়েকজনের সঙ্গে যোগাযোগ হয়েছে বেচারামের বলেও সূত্রের খবর।