কমিশনের নজরে এবার ষষ্ঠ দফা। ষষ্ঠ দফাতে যে যে কেন্দ্রে ভোট রয়েছে তার মধ্যে অন্যতম পুরুলিয়া , মেদিনীপুর । এবার পুরুলিয়ায় ষষ্ঠ দফা ভোটের আগে পুলিশ সুপার পদে নতুন নিয়োগ করা হল আশিস মৌর্যকে। পূর্ব মেদিনীপুরের কাঁথির মহকুমা পুলিশ আধিকারিক হলেন আজহারউদ্দিন খান। রবিবার নির্বাচন কমিশন তাদেরকে সরিয়ে দিয়েছিল। ফের তাদেরকে নতুন পদে নিয়োগ করল কমিশন।
মঙ্গলবার সকাল ১১ টার মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করে রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। অপরদিকে আজ পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপার ধৃতিমান সরকারকে সরিয়ে দিয়েছে কমিশন। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের জায়গায় কাকে নিয়োগ করা হবে তা নিয়ে মঙ্গলবার ওই পদের জন্য তিনটে বিকল্প নাম পাঠাতে হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে।পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার ওসি হলেন রঞ্জিত বিশ্বাস,তিনি আগে ছিলেন দুর্গাপুর থানার সাব ইন্সপেক্টর। ভুপতিনগর থানার ওসি হলেন জয়ন্ত দাস, আগে ছিলেন বীরভুম জেলায় সাব ইন্সপেক্টর।
উল্লেখ্য রবিবার ওসিদের সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন । ষষ্ঠ দফা ভোট নিয়ে বেশ উদ্বিগ্ন কমিশন । অবাদ শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন করাই কমিশনের একমাত্র লক্ষ্য । সে কারণেই ভোটের আগে এই পরিবর্তন বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।