জেলা জুড়ে চলছে নাকা চেকিং ও তল্লাশি, কখনো উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র, আবার কখনো মাদকদ্রব্য।
বসিরহাট জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে, বসিরহাট টাকি রোডে হরিশপুর এলাকায় রাতে নাকা চেকিংয়ের সময় খোলাপোতার দিক থেকে এক ব্যক্তি স্কুটি নিয়ে আসছিলেন। সেই সময় বসিরহাটের ট্রাফিক গার্ডের ওসি সুশান্ত দাস এর নেতৃত্বে আটকে দেওয়া হয় স্কুটিটিকে। তখন স্কুটি ফেলে দৌড়ে পালিয়ে যায় ওই স্কুটি চালক। সন্দেহ হওয়ায় কর্মরত ট্রাফিক পুলিশরা স্কুটিতে তল্লাশি চালাতেই সিটের নিস থেকে উদ্ধার হয়, ৭৭টি ফেনসিডিলের বোতল ও ৫০০ গ্রাম গাঁজা ।
ইতিমধ্যে ওই ব্যক্তির খোঁজে তদন্ত শুরু করেছে ট্রাফিক গার্ডের পুলিশ। কোথা থেকে এই নিষিদ্ধ ফেনসিডিল ও গাঁজা নিয়ে আসছিল বা কোথায় নিয়ে যাচ্ছিল তারও অনুসন্ধান চলছে।পুলিশের প্রাথমিক অনুমান, বসিরহাট হয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ওই নিষিদ্ধ ফেনসিডিল এবং গাঁজা। তার আগে নাকা চেকিং ধরা পড়ে যায়।
অন্যদিকে, আজ ভোর রাতে হুগলি জেলার দুই কুখ্যাত দুষ্কৃতী নদীপথে ডাকাতির পরিকল্পনা করে। গোপন সূত্রে সেই খবর পুলিশের কাছে পৌঁছালে হাতেনাতে ওই দুই দুষ্কৃতীকে পাকড়াও করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুই নলা গুলি ভর্তি দুটো বন্দুক, ভোজালি, শাবল, আয়রন রড, স্ক্রু ড্রাইভারসহ একাধিক সরঞ্জাম। উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার সন্দেশখালি থানার ছোট কলাগাছি নদীর পাড়ের ঘটনা। ধৃত দুই দুষ্কৃতীকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।