দেশ ব্রেকিং নিউজ

উদ্ধার ৭ জওয়ানের দেহ

অরুণাচল প্রদেশে যে সাতজন জওয়ান তুষারধসে আটকে পড়েছিলেন, তাঁদের মৃত্যু হয়েছে। প্রায় দুদিন পর উদ্ধার হল অরুণাচল প্রদেশে তুষারধসের কবলে পড়া ৭ জওয়ানের দেহ। গত রবিবার অরুণাচলের কামেং সেক্টরে ভয়াবহ তুষারধসে প্রাণ হারান ভারতীয় সেনার সাত জওয়ান।

বেশ কয়েকদিন ধরে এই এলাকার আবহাওয়া দুর্যোগপূর্ণ ছিল। পাশাপাশি হচ্ছিল প্রবল তুষারপাত। তারপরই রবিবার ঘটে যায় দুর্ঘটনা। গত রবিবার অরুণাচল প্রদেশের কামেং সেক্টরের উঁচু এলাকায় তুষারধসের মুখে পড়েছিলেন ভারতীয় সেনার ওই সাত জওয়ান।আর তার পর থেকে তাঁদের খোঁজ মিলছিল না। নিখোঁজ জওয়ানদের খোঁজে শুরু হয় উদ্ধারকাজ।নিখোঁজ জওয়ানদের সন্ধানে আকাশপথে বিশেষ দলকে উড়িয়ে আনা হয়।

আজ, মঙ্গলবার সেনার তরফে জানানো হয়, সাত জওয়ানের দেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতের পূর্ব সীমান্তে তৎপরতা বেড়েছে প্রতিবেশী দেশ চিনের। ইতিমধ্যেই লাসা এবং নিয়াংচি-র মধ্যে একটি নয়া এক্সপ্রেসওয়ে চালু করেছে বেজিং। যা অরুণাচল প্রদেশের একদম কাছাকাছি। আর এতেই বিপদের আশঙ্কা করছেন কূটনীতিকরা। কারণ তাঁদের মতে, ভারতের দিকে সীমান্তে যত দ্রুত সম্ভব ট্যাঙ্ক থেকে শুরু করে হাউৎজার কামান ও সেনা মোতায়েন করা যায় এটাই এখন চিনের অন্যতম লক্ষ্য। আর তাই এই এক্সপ্রেসওয়ে চালু করা হয়েছে। এই পরিস্থিতিতে সীমান্তে সতর্কতার সাথে প্রহরা দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী।

উল্লেখ্য, শীতের মাসগুলিতে উঁচু এলাকায় টহল দেওয়ার কাজটা বেশ কঠিন। তুষারধসে আগেও একাধিক জওয়ান প্রাণ হারিয়েছেন।