বুধবার রাতে কসবা থেকে অপহৃত হন ব্যবসায়ী কুতুবঊদ্দিন গাজী। তাকে বৃহস্পতিবার সকালে টালিগঞ্জ এলাকার একটি ঘর থেকে উদ্ধার করে কসবা থানা ও এআরএস।
প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুতুবঊদ্দিনের বাড়ি বসিরহাট এলাকায়। খতিয়ে দেখা যায় বসিরহাট থানার নিমদাঁড়িয়া-কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের কোদালিয়া গ্রামের বাসিন্দা কুতুবঊদ্দিন গাজী। তার বাড়িতে কুতুবঊদ্দিনের দুই মেয়েকে নিয়ে রয়েছেন তার মা মাজেদা বিবি। তার ছেলে অপহরণ হওয়ার ঘটনার কথা তিনি কিছুই জানেন না পাশাপাশি উদ্ধার হওয়ার ঘটনার কথাও জানেন না বলেই জানান তার মা মাজেদা বিবি।
তিনি জানান, তার ছেলে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। কিন্তু কোন কোম্পানিতে কোথায় কাজ করে সেটা তিনি জানেন না। ৬ দিন কলকাতায় থাকে একদিন বাড়িতে আসে। ফলতো তার অপহরণ হওয়ার ঘটনার কথা তার মায়ের কানে আসেনি। স্থানীয় এক বাসিন্দার কথায়, কুতুবউদ্দিন কি করে, কোথায় থাকে সে ব্যাপারে তারা কেউ কিছু জানেন না। তবে কেন এই অপহরণ তার তদন্ত শুরু করেছে পুলিশ। কারা, কি কারণে এই অপহরণ করেছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কুতুবউদ্দিন নিজে কোন খারাপ কাজের সঙ্গে জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।