দেশ ব্রেকিং নিউজ

ফের বাড়ল রেপো রেট, বাড়ছে বাড়ি-গাড়ির ইএমআই

ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক। মূল্যবৃদ্ধি এবং আর্থিক মন্দা, এই দুয়ের সাঁড়াশি চাপেই এদিন ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানো হয়েছে। যার কারণে রেপো হার বেড়ে হল ৫.৯০ শতাংশ। এর আগে চলতি বছরের মে মাসেই রেপোর হার বৃদ্ধি করা হয়েছিল। শুক্রবার মানিটারি পলিসির বৈঠকের পর এমনটাই জানালেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস। জুন মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত রেপো রেট বাড়ানো হল ১৫০ বেসিস পয়েন্ট।

শুক্রবার এই ৫০ বেসিস পয়েন্ট বেড়ে যাওয়ায় রাষ্ট্রায়াত্ত এবং বেসরকারি ব্যাঙ্কে ইএমআই আরও বাড়বে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের। এর ফলে মূলত বাড়ি-গাড়ির ঋণের লোনের পাশাপাশি ব্যক্তিগত লোনের ইএমআই আরও বাড়বে। এর আগে যতবার আরবিআই রেপো রেট বৃদ্ধি করেছে, ঠিক ততবারই লোনের উপর সুদের হার বৃদ্ধি করেছে ব্যাঙ্কগুলি। যার ফলে স্বাভাবিক ভাবেই বেড়ে যাবে ইএমআই।

রেপো রেট হল একটি নির্দিষ্ট সুদের হার। যে সুদের হারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের ব্যাঙ্কগুলোকে টাকা ধার বা ঋণ দেয়। অন্যদিকে যে সুদের হারে ব্যাঙ্কগুলো আবার আরবিআই-কে ঋণ দেয় তাকে বলে রিভার্স রেপো রেট।

দীর্ঘ দু’বছর অতিমারির কারণে রেপো রেটের হার অপরিবর্তিত রাখা হয়েছিল। অর্থমন্ত্রকের দাবি, চলতি বছরের মে মাস থেকে ভারতীয় অর্থনীতি অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। যার কারণে সেপ্টেম্বরের শেষ দিনে ফের বাড়ানো হল রেপো রেট।