এগরার করাল ছায়া নেমে এলো উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে। ফের ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল বাজি কারখানা। দত্তপুকুরের নারায়ণপুরে বাজি কারখানায় রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণস্থলে ছড়িয়ে রয়েছে ছিন্নভিন্ন দেহ। বাজি কারখানা সংলগ্ন পেয়ারা গাছে ঝুলে রয়েছে দেহাংশ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, বাড়ির চালে মৃতদেহ ঝুলে থাকতে দেখেন স্থানীয়রা।
দত্তপুকুরের নীলগঞ্জের মেছোপোলে এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পাশ্ববর্তী একাধিক বাড়িও। একাধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, পাশাপাশি আহত অনেকেই। আহতদের ইতিমধ্যে বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো পর্যন্ত ৩ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে এই বেআইনি বাজির কারখানা চলছিল রমরমিয়ে। একইসাথে বাজি কারখানার আড়ালে চলত বোমা তৈরি ও মজুতের কাজ। কিন্তু এ বিষয়ে প্রশাসনের কোন হেলদোল না থাকায় আজ এই অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয়রা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। এলাকায় বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।